বাংলাদেশ বনাম আফগানিস্তান | বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা | বাংলাদেশ ক্রিকেট দল | বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের সময়সূচি | বাংলাদেশ | টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২
ত্রিদেশীয় সিরিজে টানা চার ম্যাচে হেরেছে বাংলাদেশ। এদিকে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলেভে খেলার আগে দুটি প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা।
আগামী ১৬ অক্টোবর থেকে অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্ব শুরু হবে। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে মাঠে নামবে আগামী আগামী ২৪ অক্টোবর। তবে মূল পর্বে খেলার আগে নিজেদের ঝালিয়ে নিতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে সাকিব আল হাসানরা।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৬ টি দল নিয়ে। প্রথম রাউন্ডে অংশগ্রহণকারী চারদল তাদের প্রস্তুতি ম্যাচ খেলবে ১০-১৩ অক্টোবর। অন্যদিকে সুপার টুয়েলেভে সরাসরি অংশগ্রহণ করা দলগুলো তাদের প্রস্তুতি ম্যাচগুলো খেলবে ১৭ ও ১৯ অক্টোবর।
আগামী ১৭ অক্টোবর আফগানিস্তান ও ও আগামী ১৯ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ।
এক নজরে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের সময়সূচিঃ
১৭ অক্টোবর — বাংলাদেশ বনাম আফগানিস্তান (বাংলাদেশ সময় দুপুর ২ টা) অ্যালান বর্ডার ফিল্ড।
১৯ অক্টোবর — বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা (বাংলাদেশ সময় দুপুর ২ টা) অ্যালান বর্ডার ফিল্ড।