বাংলাদেশ ক্রিকেট টিম | বাংলাদেশ ক্রিকেট | ক্রিকেট | বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস | বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ | ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। এদিন ডাচদের ৯ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে শুভসূচনা করেছে টাইগাররা।
প্রথমে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকারের ওপেনিংয়ে বাংলাদেশ শুরুটা বেশ ভালোই করেছিল। পাওয়ার প্লেতে ৪৩ রানের জুটি গড়েছে এই দুই ওপেনার যা বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ ওপেনিং জুটি।
এরপর দলীয় ৪৩ রানে সৌম্য সরকারের উইকেট হারায় বাংলাদেশ। ১৪ বলে ২ চারে ১৪ রান করে ফিরেন সৌম্য। এরপর দলীয় ৭৬ রানেই ৫ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। একে একে সাজঘরে ফিরেন শান্ত (২৫), লিটন (৯), সাকিব (৭), ইয়াসির আলী (৩)। বিপদে পড়া বাংলাদেশের ব্যাটিংয়ের হাল ধরেন আফিফ হোসেন। ব্যাট হাতে খেলেন ২৭ বলে ২ ছক্কা ২ চারে ৩৮ রানের ইনিংস। শেষের দিকে মোসাদ্দেক হোসেনের ১২ বলে ২ চার ১ ছয়ে ২০ রানের ইনিংসে ভর করে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।
১৪৫ রানের সামান্য লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই তাসকিন আহমেদের বোলিং ঘূর্ণিতে উড়ে যায় ডাচ দুই টপ অর্ডার ব্যাটার বিক্রমজিত সিং ও ভাস ডেলেডি। ইনিংসের প্রথম ওভারের প্রথম দুই বলেই দুই উইকেট তুলে নেন তাসকিন। এরপর নেদারল্যান্ডসের দলীয় ১৩ ও ১৫ রানে একে একে রান আউটের শিকার হন ম্যাক্স ও’ডাউড ও টম কোপার।
এরপর স্কট অ্যাডওয়ার্ড ও কলিন অ্যাকারম্যান মিলে গড়েন ৪৪ রানের জুটি। তাদের এই জুটি ভাঙেন সাকিব আল হাসান। স্কটের উইকেট তুলে নেন সাকিব। ২৪ বলে ১৬ রান করে ফিরেন স্কট। এরপর একে একে টিম প্রিংগেল ও লোগান ভ্যান বিকের উইকেট শিকার করেন হাসান মাহমুদ। দলীয় ৮১ রানে ৭ উইকেট খুইয়ে বসা নেদারল্যান্ডসকে আরো ডুবিয়ে দেয় তাসকিন আহমেদ।
নিজের শেষ ওভার করতে এসে একে একে তুলে নেন সারিজ আহমেদ ও কলিন অ্যাকারম্যানের উইকেট। ৪৮ বলে ৬ চার ২ ছক্কায় ৬২ রান করা অ্যাকারম্যান তাসকিনের বলে মোসাদ্দেকের হাতে ক্যাচ দিয়ে ফিরেন। শেষ ওভারের শেষ বলে নেদারল্যান্ডসের প্রয়োজন ৯ রান। ততক্ষণে বাংলাদেশের জয় নিশ্চিত হয়ে গিয়েছে। শেষ বলে পল ব্যান মিকিরেনের উইকেট তুলে নেন সৌম্য সরকার। যার ফলে ৯ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে এটিই বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জয়।