Bangabandhu BPL 2022: Comilla Victorians Squad Bangabandhu BPL 2022. Imrul Kayes BPL 2022. faf du plessis bpl, Sunil Narin BPL, moeen Ali BPL,
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের এবারের আসরে শক্তিশালী স্কোয়াড গঠন করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিদেশি ক্রিকেটারদের মধ্যে মঈন আলী, ফাফ দুপ্লেসিস এবং সুনীল নারিন সহ বেশ কয়েকজন তারকা কে দলে ভিড়িয়েছে কমিল্লা।
এছাড়াও দেশীয় ক্রিকেটারদের মধ্যে ইমরুল কায়েস মোস্তাফিজুর রহমান, লিটন দাসের মতো তারকা ক্রিকেটারদের সাথে দিয়েছে তারা বেশ কয়েকজন উঠতি তারকাকে। কমিল্লা এবারের বিপিএলে শক্তিশালী স্কোয়াড গঠন করেছে, তাদের লক্ষ্য শিরোপা জয়। এবারের বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর নেতৃত্ব নিয়ে প্রশ্ন ছিল ভক্তদের
দলটি আগেই নিশ্চিত করেছেন দেশীয় ক্রিকেটারদের মধ্য থেকে একজনকে দেয়া হবে নেতৃত্বের দায়িত্ব। এবার ঘোষণা করা হয়েছে কুমিল্লার অধিনায়কের নাম
বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে নেতৃত্ব দেবেন তারকা ক্রিকেটার ইমরুল কায়েস। এর আগে কুমিল্লাকে শিরোপা জেতানো ইমরুলকে অধিনায়ক হিসেবে নিযুক্ত করেছে দুইবারের শিরোপাজয়ী দলটি।