(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

BAN vs WI | Anamul Haque Bijoy | ওয়েস্ট সিরিজের দল ঘোষণা! ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে এনামুল হক বিজয় টেস্ট দলে মুস্তাফিজ!

BAN vs WI | Anamul Haque Bijoy | ওয়েস্ট সিরিজের দল ঘোষণা! ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে এনামুল হক বিজয় টেস্ট দলে মুস্তাফিজ!

ডিপিএলে সব রেকর্ড ভেঙে রানের চূড়ায় উঠেছেন সেই থেকে ধারণা হয়ে গিয়েছিল আবারো লাল-সবুজের জার্সিতে ফিরতে যাচ্ছেন এনামুল হক বিজয়। ডিপিএলে দূর্দান্ত পারফরম্যান্সের ফলটা পেয়েই গেলেন এনামুল হক বিজয়। আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজকে সামনে রেখে তিন ফরম্যাটেরই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। উইন্ডিজদের বিপক্ষের ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের ঘোষিত স্কোয়াডে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়। অন্যদিকে দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। এছাড়াও ইঞ্জুরি কাটিয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন।

আগামী মাসের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ। সেখানে উইন্ডিজদের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে টাইগাররা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের পূর্ণাঙ্গ সিরিজের জন্য বাংলাদেশের তিন ফরম্যাটের ঘোষিত স্কোয়াডঃ-

টেস্ট দলঃ-

মমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হাসান শান্ত, সাকিব আল হাসান, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান

ওয়ানডে দলঃ-

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও এনামুল হক বিজয়।

টি-টোয়েন্টি দলঃ-

মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, লিটন দাস, সাকিব আল হাসান, এনামুল হক বিজয়, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, ইয়াস্যার আলী চৌধুরী, শেখ মাহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, নাসুম আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks