(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Ban vs SL | Angelo Mathews | ম্যাথুসের সেঞ্চুরি! প্রথমদিন শেষে অস্বস্তিতে বাংলাদেশ!

Ban vs SL | Angelo Mathews | ম্যাথুসের সেঞ্চুরি! প্রথমদিন শেষে অস্বস্তিতে বাংলাদেশ!

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে অস্বস্তিতে আছে বাংলাদেশ দল। দিনের প্রথম সেশনটা নিজেদের আয়ত্তে করে নিলেও শেষ দুই সেশনে আধিপত্য দেখিয়েছে শ্রীলঙ্কা। কুশল মেন্ডিসের হাফসেঞ্চুরির পর সেঞ্চুরির দেখা পান অ্যাঞ্জেলো ম্যাথুউস। যার ফলে প্রথম দিন শেষে ৪ উইকেট হারিয়ে ২৫৮ রান সংগ্রহ করেছে লঙ্কানরা।

এদিন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা শুরুটা ভালো করতে পারেনি। দীর্ঘ ১ বছর পর জাতীয় দলের একাদশে ফেরা নাঈম হাসানের শিকার হয়ে দলীয় ২৩ রানেই সাজঘরে ফিরে যান শ্রীলঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নে।

করুণারত্নের উইকেটের পর ওশাদা ফার্নান্দো ও কুশল মেন্ডিস মিলে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা চালান। দুজন মিলে গড়েন ৪৩ রানের জুটি। তাদের এই জুটি ভেঙে বাংলাদেশকে আবারো সফলতার মুখ দেখান নাঈম হাসান। প্রথম সেশনেই দুই উইকেট হারিয়ে ফেলা লঙ্কানদের ব্যাটিংয়ে হাল ধরেন কুশাল মেন্ডিস ও অ্যাঞ্জেলো ম্যাথুউস। কুশাল মেন্ডিসের হাফসেঞ্চুরিতে দুজন মিলে গড়েছেন ৯২ রানের বিশাল জুটি।

দ্বিতীয় সেশনে তাদের এই জুটি ভেঙে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন তাইজুল ইসলাম। ১৩১ বলে ৩ চারে ৫৪ রান করে তাইজুলের বলে ক্যাচ তুলে আউট হন মেন্ডিস। এরপর উইকেটে থিতু হতে পারেননি ধনাঞ্জয়া সিলভা। সাকিব আল হাসানের বলে মাহমুদুল হাসান জয়ের হাতে ক্যাচ তুলে আউট হন তিনি। তার উইকেটটি প্রথমে আম্পায়ার আউট না দিলেও পরে সফল রিভিউর মাধ্যমে উইকেট তুলে নেন সাকিব আল হাসান। দলীয় ১৮৩ রানে ৪ হারানো শ্রীলঙ্কার হয়ে ক্রিজে অটল রয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুউস। দিনের শেষভাগে তাকে দারুণ সঙ্গ দিয়েছেন দীনেশ চান্দিমাল।

লঙ্কানদের ব্যাটিংয়ে এক প্রান্ত আগলে রেখে নিজের টেস্ট ক্যারিয়ারের ১২তম শতকের দেখা পান ম্যাথুউস। ২১৩ বলে ১৪ চার ১ ছয়ে ১১৪ রান করে প্রথম দিন শেষে অপরাজিত আছেন ম্যাথুউস। অন্যদিকে তাকে সঙ্গ দেওয়া চান্দিমাল অপরাজিত আছেন ৩৪ রান করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks