Bangladesh vs New Zealand Test 2022: ban vs nz 1st test match. Bangladesh XI vs New Zealand for First Test 2022
কোচের কথার সূত্র ধরে বাংলাদেশের একাদশের একটা সম্ভাব্য ধারণা পাওয়া যায়। খুব ভালো ফর্মে না থাকলেও উপযুক্ত বিকল্পের অভাবে সাদমান ইসলামকেই রাখা হচ্ছে একাদশে। ওপেনিংয়ে তার সঙ্গী হবেন মাহমুদুল হাসান জয়।
পরের পজিশনগুলোয় যথাক্রমে থাকবেন
নাজমুল হোসেন শান্ত
মুমিনুল হক
মুশফিকুর রহিম
লিটন দাস
ইয়াসির আলি চৌধুরি।
বড় কৌতুহল এর জায়গা হয়ে থাকবে টাইগারদের একাদশে একমাত্র স্পিনার। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের একাদশের একমাত্র স্পিনার কে হবেন? মেহেদী হাসান মিরাজ না তাইজুল ইসলাম?
অনুশীলনের ভালো পারফর্ম করতে পারেননি তাইজুল। দেশের বাহিরে এগিয়ে আছে মেহেদী হাসান মিরাজ। তাইতো নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র স্পিনার হিসেবে দলে থাকবেন মেহেদী হাসান মিরাজ।
একাদশের পেসারদের নেতৃত্ব দিবেন, তাসকিন আহমেদ। তার সাথে অন্য পেসার আবু জায়েদ চৌধুরী। একাদশের তৃতীয় পেসার হবেন কে? সেই জায়গাতে আছেন দুইজন। একজন হলেম শরিফুল ইসলাম অন্যজন ইবাদত হোসেন। অভিজ্ঞতার বিচারে এগিয়ে আছেন ইবাদত, কিন্তু পারফরম্যান্সের বিচারে এগিয়ে শরিফুল ইসলাম। তাই একাদশে তৃতীয় পেসার হবে শরিফুল কিংবা ইবাদতের একজন।