(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

BAN vs IRE : মুস্তাফিজ ম্যাজিকে আয়ারল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ, দুর্দান্ত জয়ে বিশ্বকাপ সুপার লীগে ইংল্যান্ডকে পিছনে ফেললো টাইগাররা

BAN vs IRE : মুস্তাফিজ ম্যাজিকে আয়ারল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ, দুর্দান্ত জয়ে বিশ্বকাপ সুপার লীগে ইংল্যান্ডকে পিছনে ফেললো টাইগাররা : স্বরূপে ফিরেছেন মুস্তাফিজুর রহমান গত দুই ম্যাচে একাদশের বাহিরে থাকার পর টাইগার এই পেসার কি এবার দলে ফিরিয়েছেন চন্ডীকা হাতুরুসিংহে। আর দলে ফিরে যেতে পারে অবিশ্বাস্য বোলিং ম্যাজিক দেখালেন মুস্তাফিজুর রহমান। এক কথায় মুস্তাফিজের ম্যাজিকাল বোলিংয়ে ভর করে ইংল্যান্ডে স্বাগতিক আয়ারল্যান্ডকে শেষ মুহূর্তের নাটকীয়তায় পরাজিত করেছে বাংলাদেশ।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে এদিন চার রানে জিতেছে বাংলাদেশ। শেষ ওভারে ২ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ে বড় ভূমিকা রেখেছেন তরুণ পেশার হাসান মাহমুদ।

এদিকে দিনের শুরুতে ব্যাটিংয়ে নেবে নির্ধারিত পঞ্চাশ ওভারে ২৭৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। বাংলাদেশের লড়াকু এই সংগ্রহ পাওয়ার পথে ব্যাট হাতে কার্যকরী ভূমিকা পালন করেছেন, অধীনায়ক তামিম ইকবাল টাইগার দলপতি এদিন করেছেন ৬৯ রান। তামিমের পাশাপাশি ব্যাটিংয়ে রানের দেখা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত, লিটন দাস ও মুশফিকুর রহিম।

জবাবে এই রাম তারা করতে নেমে শুরুটা দারুন করেছেন আইরিশদের টপ ওর্ডাররা। বাংলাদেশে কি কাঙ্খিত সফলতার দেখায় এনে দিয়েছেন মুস্তাফিজুর রহমান এরপরের কাজটা সহজ হয়নি বাংলাদেশের। মেহেদী হাসান মিরাজের শিকার পল স্টার্লিং। সেখান থেকে হাল ধরেছিলেন আইরিস ২ ব্যাটার তবে তাদের। এ সময় উইকেটের দেখা পেয়েছেন এবাদত হোসেন।

পরে লম্বা সময় উইকেটে দেখা না পাওয়ায় তামিম ইকবাল দারুন বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে বোলিংয়ে নিয়ে আসেন নাজমুল হোসেন শান্তকে। আর বোলিংয়ে এসে নিজের প্রথম ওভারের চতুর্থ ডেলিভারিতে ভেঙেছেন আয়ারিশদের শক্ত জুটি।

এরপর শেষের দিকে বোরিং এসে একে একে ৩ স্বীকার করেছেন মুস্তাফিজুর রহমান। তাতেই মেরুদণ্ড ভেঙে যায় আয়ারল্যান্ডের। বাকি কাজটা সেড়ে ফেলেছেন মাহমুদ ম্যাচের ৫০ তম ওভারে।

এই জয়ের মাধ্যমে বিশ্বকাপ সুপার লিগে বাংলাদেশ অর্জন করেছে আরও দশ পয়েন্ট। আগের ১৪৫ পয়েন্টের সঙ্গে নতুন করে দশ পয়েন্ট যুক্ত হওয়ায়, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের সমান ১৫৫ পয়েন্ট অর্জন করে বিশ্বকাপ সুপার লিগ শেষ করেছে তামিম ইকবালের দল। নেট রান রেট এর বিচারে এগিয়ে থাকায় আইসিসি ওডিআই সুপার লিগের পয়েন্ট টেবিলের দ্বিতীয় দল হলো টাইগাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks