লিওনেল মেসি | মেসি ইঞ্জুরি | লিওনেল মেসি ইঞ্জুরি খবর | মেসির ইঞ্জুরির খবর | পিএসজি | মেসি পিএসজি | পিএসজি বনাম বেনফিকা | পিএসজি বনাম রাঁস | প্যারিস সেইন্ট জার্মেইন
বৃহস্পতিবার (৬ অক্টোবর) ইউয়েফা চ্যাম্পিয়নস লিগে বেনফিকার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে পিএসজি। পিএসজির হয়ে একমাত্র গোলটি করেছিলেন লিওনেল মেসি। আগামী রোববার (৯ অক্টোবর) লিগ ম্যাচে আবারো মাঠে নামতে যাচ্ছে পিএসজি। লিগ ম্যাচে তাদের প্রতিপক্ষ রাঁস। তবে এই ম্যাচে মাঠে নামার আগেই বড় দুঃসংবাদ পেল পিএসজি ও মেসি ভক্তরা।
বেনফিকার বিপক্ষের ম্যাচে দ্বিতীয়ার্ধে ৮১তম মিনিটে লিওনেল মেসিকে বদলি হিসেবে উঠিয়ে নেন পিএসজি কোচ ক্রিস্তোফ গালতিয়ের। ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সামনে গালতিয়ের জানিয়েছিলেন, ইঞ্জুরি নয় ক্লান্তির কারণেই মেসিকে উঠিয়ে নিয়েছেন তিনি। মূলত মেসির ইশারাতেই তাকে বদলি করেছিল পিএসজি কোচ।
তবে এবার জানা গেল আসল খবর। ইঞ্জুরিতে পড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি৷ শনিবার রাঁসের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদমাধ্যমে এসে মেসির ইঞ্জুরির খবরটি নিশ্চিত করেছেন ক্রিস্তোফ গালতিয়ের৷
এ প্রসঙ্গে তিনি বলেন, “সে চ্যাম্পিয়নস লিগে (বেনফিকার বিপক্ষে) খেলার সময় তার বদলি নামাতে বলেছিল। পায়ের পেশিতে একটু সমস্যা অনুভব করছে সে, তবে সে রোববার অনুশীলনে ফিরবে।
চলতি মৌসুমে পিএসজির জার্সিতে দারুণ ছন্দে আছেন মেসি। ফরাসি জায়ান্টদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচে ৮ গোলের পাশাপাশি রয়েছে ৮ টি অ্যাসিস্টও।