জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দুটি ম্যাচ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ম্যাচ দুটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের মধ্যে।
আগামী ২১ ও ২২ মার্চ অনুষ্ঠিত হবে এই ম্যাচ দুটি। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই দুটি ম্যাচ।
এশিয়া একাদশের হয়ে কারা খেলবেন এবার তা জানা গেলো। এশিয়া একাদশের হয়ে খেলবেন চার টাইগার ক্রিকেটার। তারা হলেনঃ- মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং একজন পেস বোলার। তবে সেই পেস বোলার কে তা এখনো জানা যায়নি।
এশিয়া একাদশের হয়ে খেলবেন চার ভারতীয় ক্রিকেটার। তারা হলেনঃ- ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি, শিখর ধাওয়ান, মোহাম্মদ শামি ও কূলদীপ যাদব।
তবে এশিয়া একাদশে রাখা হয়নি কোনো পাকিস্তানি ক্রিকেটারকে৷ কারণ তখন পাকিস্তান সুপার লিগ খেলতেই ব্যস্ত সময় কাটাবেন পাকিস্তানের খেলোয়াড়রা৷ তবে এই একাদশে আরো তিনজন খেলোয়াড় কোন দলের হবেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।