(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Asia Cup 2023 : এশিয়া কাপের গ্রুপ প্রকাশ! বাংলাদেশের প্রতিপক্ষ কারা? জানুন!

Asia Cup 2023 : এশিয়া কাপের গ্রুপ প্রকাশ! বাংলাদেশের প্রতিপক্ষ কারা? জানুন!

আগামী সেপ্টেম্বরে ওয়ানডে ফরম্যাটে মাঠে গড়াতে যাচ্ছে ২০২৩ এশিয়া কাপ। বিষয়টি এক টুইট বার্তায় নিশ্চিত করেছেন এসিসির সভাপতি জয় শাহ। সেই সাথে গ্রুপ পর্বে কে কোন দলের প্রতিপক্ষ সে বিষয়টিও জানিয়ে দিয়েছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি।

চলতি বছরে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপে একই গ্রুপে পড়েছে ভারত ও পাকিস্তান। গ্রুপ-১ এ ভারত-পাকিস্তানের সঙ্গে অপর দল হিসেবে থাকবে বাছাইপর্ব থেকে কোয়ালিফাই করা দল। অন্যদিকে গ্রুপ-২ এ থাকা বাংলাদেশের দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান।

প্রথম রাউন্ডে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে ৬ দল। এরপর দুই গ্রুপ থেকে সেরা চারদল খেলবে সুপার-৪ এ। রাউন্ড রবিন পদ্ধতিতে সেই চারদল মুখোমুখি হবে। সেখান থেকে সেরা দুইদল খেলবে ফাইনাল।

এদিকে এশিয়া কাপের গ্রুপ পর্ব নিশ্চিত হলেও এখনও ভেন্যু নিশ্চিত হয়নি। এ বছর এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পাকিস্তানে। কিন্তু রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাবে না ভারত। যার জন্য নিরপেক্ষ এক ভেন্যুতে এশিয়া কাপ অনুষ্ঠিত হোক এমনটাই চান এসিসির সভাপতি জয় শাহ বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks