(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Asia Cup 2022 : Bangladesh XI | BAN vs AFG | কেমন হলো বাংলাদেশের একাদশ? দেখুন | খেলার খবর

আফগানিস্তান ও ভারত প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ও পাকিস্তানকে হারিয়ে সুপার ফোরে এক পা এগিয়ে রেখেছে। অন্যদিকে বাংলাদেশও নিজেদের প্রথম ম্যাচ জিতে টুর্নামেন্টে ভালো শুরু করতে চায়। নিজেদের সেরাটা দিয়ে আফগানদের বিপক্ষে লড়াই করবে টাইগাররা লক্ষ্য জয়। সুপার ফোরের লড়াই হয়ে উঠেছে জমজমাট । কোনো দলকেই ছোট করে দেখা হচ্ছে না। তাই তো বাংলাদেশে দল নিজেদের সেরাটাই দিবে মাঠে এমনটাই বলেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

মিরাজকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আফগানিস্তান শনিবার ম্যাচ জিতেছে, ওদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। তাই আমাদের জন্যও গুরুত্বপূর্ন প্রথম ম্যাচটা আমরা কিভাবে খেলব, আমাদের টিমের যে টোনটা আছে সেটা ঠিক করতে পারব। আমরা অবশ্যই ইনশাল্লাহ চেষ্টা করবো প্রথম ম্যাচটা জিতে এগিয়ে যাওয়ার জন্য। কিন্তু জিততে হলে যেসব জিনিস করতে হবে সেগুলো আমাদের ফলো করতে হবে, সেই জিনিসগুলো হচ্ছে প্রসেস।”

মিরাজের কথা শুনে বোঝা গেল দলে নতুন কিছু দেখা যাবে। দলের একে অপরের প্রতি বোঝাবোঝি ভাল। ৩০ তারিখ আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। অন্যদিকে অধিনায়ক অলরাউন্ডার সাকিব আল হাসান নিজের ১০০ তম ম্যাচ খেলতে মাঠে নামবেন। নিজের শততম ম্যাচে নিজের সবটুকু উজাড় করে দিয়ে জয় নিয়ে এই ম্যাচটা স্বরণীয় করে রাখবে অধিনায়ক।

এশিয়া কাপে বাংলাদেশের একাদশ কারা থাকতে পারে?
১.এনামুল হক বিজয় ২.নাঈম শেখ ৩. সাকিব আল হাসান (সি)৪.আফিফ ৫.মুশফিকুর রহিম (কিপার)৬.মাহমুদুউল্লাহ রিয়াদ৭. সাব্বির রহমান ৮.মেহেদি হাসান মিরাজ ৯.মোহাম্মদ সাইফুদ্দিন ১০.ইবাদত হোসেন ১১. মুস্তাফিজুর রহমান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks