(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

এশিয়া কাপ ২০২২ : খেলার খবর | ইনজুরিতে এশিয়াকাপ শেষ সোহানের!

এশিয়া কাপে খেলার কথা ছিল নুরুল হাসান সোহানের । ইনজুরির কারনে আর খেলা হচ্ছ না তার। তাই এ মুহূর্তে সবচেয়ে বড় দুর্ভাগা তিনি। দলের গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় হিসেবেই এশিয়া কাপে খেলার কথা ছিল সোহানের। ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন তিনি।তার কিপিং স্টাইল ও ছিল দারুন।

জিম্বাবুয়ে সিরিজে নেতৃত্ব তুলে দেয়া হয়েছিল নুরুল হাসান সোহানকে মাহমুদউল্লাহ রিয়াদকে বিশ্রাম দিয়ে।ইনজুরিতে পড়ে দেশে ফিরে আসেন এ ক্রিকেটার সিরিজ শেষ করার আগেই। ১২দিনের দায়িত্ব পেয়ে ৯দিনের মাথাতেই আউট।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে পরাজয় ও দ্বিতীয় ম্যাচে দারুণ জয় দিয়ে এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন সোহান। কিন্তু চোটঁ করেছে তাকে হতাশা। পেসার হাসান মাহমুদের করা একটি বল তালুবন্দি করতে গিয়ে বাম হাতে চোট পান উইকেটের পেছনে থাকা সোহান। ঘটনাটি ঘটে ছিল হারারেতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে।এক্স-রে করলে জানা যায়, বাম হাতের তর্জনীতে গুরুতর চোটঁ ।

তবে বিষয়ে সোহানের কাছে জানতে চাইলে সোহান এক ফেসবুক বার্তায় জানান, “আসসালামু আলাইকুম। আমার আঙ্গুলের অস্ত্রোপচার করতে হচ্ছে। সকলের কাছে দোয়া কামণা করছি। আল্লাহ মালিক।”সিঙ্গাপুরে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচার করতে হচ্ছে সোহানকে।বলা হয়েছিল এশিয়া কাপের আগেই ঠিক হয়ে যাবে সোহান। কিন্তু আঙুলের ইনজুরিতে এশিয়া কাপ খেলা হচ্ছে না আার সোহানের। এমনটাই খবর এসেছে সিঙ্গাপুরে তার আঙুলের সার্জারি সম্পন্ন হওয়ার পরে।সময় লাগবে আরো চার সপ্তাহ।

বিসিবিকে দল ঘোষণা করতে হবে ১১ আগস্ট বৃহস্পতিবারের মধ্যে। ২৭ আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে এশিয়া কাপের এবারের আসর। তাই তো সোহানের প্রতি বেশি নজর ছিল বিসিবির। তবে এশিয়া কাপের আগে সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দেওয়ার কোনো সম্ভাবনা নেই সোহানের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks