Argentina Xi vs Poland Fifa World Cup 2022 : গুরুত্বপূর্ণ ম্যাচে আর্জেন্টিনার একাদশে চার পরিবর্তন!
বাঁচা-মরার ম্যাচে পোল্যান্ডের বিপক্ষের ম্যাচে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। এই ম্যাচে জয়ভিন্ন কোনো পরিকল্পনা নেই আলবিসেলেস্তাদের সামনে। হারলেই নিতে হবে টুর্নামেন্ট থেকে বিদায়।
এমন গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে চার পরিবর্তন এনেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। লিসান্দ্রো মার্টিনেজ, গঞ্জালো মন্টিয়েল, গুইদো রদ্রিগেজ ও লাউতারো মার্টিনেজ বাদ পড়েছেন আর্জেন্টিনার শুরুর একাদশ থেকে।
তাদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন ক্রিশ্চিয়ান রোমেরো, নাহুয়েল মলিনা, এঞ্জো ফার্নান্দেজ ও জুলিয়ান আলভারেজ।
পোল্যান্ডের বিপক্ষের ম্যাচে আর্জেন্টিনার একাদশঃ-
ইমিলিয়ানো মার্টিনেজ, ক্রিশ্চিয়ান রোমের, নাহুয়েল মলিনা, নিকোলাস ওতামেন্ডি, মার্কোস আকুনা, রদ্রিগো ডি পল, এঞ্জো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি (অধিনায়ক), অ্যানহেল ডি মারিয়া ও জুলিয়ান আলভারেজ।