তিন মিনিটের ব্যবধানে গোলের দেখা পেলেন অ্যাঞ্জেল ডি মারিয়া ও লিওনেল মেসি। গোল করেছেন আক্রমণভাগের অন্য তারকা নিকোলাস গঞ্জালেস। ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার বিপক্ষে বড় জয় নিশ্চিত করেছে আর্জেন্টিনা।
ভেনেজুয়েলাকে এদিন আর্জেন্টিনা 3-0 গোলে পরাজিত করেছে। আক্রমণভাগের সবাই একসাথে জমে ওঠার দিনে বিশ্বকাপ বাছাইপর্বে ঘরের মাঠে শেষ রাউন্ডের ম্যাচে দারুন সফলতা পেয়েছেন মেসিরা।
ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের অধিকাংশ সময় বলে রেখেছে আর্জেন্টিনা। দুই বারের বিশ্বচ্যাম্পিয়নরা বল পায়ে রেখেছে ম্যাচের ৭৩% শতাংশ। এ সময় প্রতিপক্ষ ভেনেজুয়েলার জালে আর্জেন্টিনা শট নিয়েছে ১৬টি যার ৬টি ছিল লক্ষ্য বরাবর।
আর্জেন্টিনার গোল উৎসব শুরু হয় প্রথমার্ধে ৩৫ তম মিনিটে। এসময় গোল করেন নিকোলাস গঞ্জালেজ। নিকোলাস গঞ্জালেজের গোলেএগিয়ে গেছে আর্জেন্টিনা।
এরপর প্রথমার্ধে আর কোন গোল করতে না পারলে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে আর্জেন্টিনা। দলের স্কোর লাইন ২-০ করতে মেসিদের অপেক্ষা করতে হয়েছে অনেকটা সময়।
ম্যাচের দ্বিতীয়ার্ধে ৭৯ তম মিনিটে গোল করেন এঞ্জেল ডি মারিয়া। ডি মারিয়ার সেই গোলে ৩ মিনিট পর ম্যাচের ৮২ তম মিনিটে নিজের প্রথম দলের তৃতীয় গোলটি করেন লিওনেল মেসি। দারুণ গুছানো আক্রমণে প্রতিপক্ষের খেলোয়াড়দের বোকা বানিয়ে ডি-বক্সের ভিতর থেকে গোলটি করেন লিওনেল মেসি। তাতেই আর্জেন্টিনার স্কোরলাইন হয় ৩-০।
ম্যাচের বাকি সময়টুকুতে আর কোন গোল না হলেও এই লিড ধরে রাখাই, ৩-০ গোলের দুর্দান্ত জয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি থেকে পূর্ন ৩ পয়েন্ট অর্জন করে আর্জেন্টিনা।