Argentina vs Italy Match 2022. Finalissima 2022. Argentina Possible Starting 11 (4-3-3): Emiliano Martinez, Montiel, Christian Romero, Nicholas Otamendi, Acuna, Rodrigo De Paul, Paredes, Giovanni Lo Celso, Lionel Messi, Lautaro Martinez, Angel Di Maria.
আগামী ১ জুন ফিনালেসসিমা ২০২২ এর আসরে মাঠে নামছে আর্জেন্টিনা ও ইতালি। মুখোমুখি ইউরোপ চ্যাম্পিয়ন ও কোপা চ্যাম্পিয়ন। ২০২১ সালে স্বাগতিক ইংল্যান্ডকে পরাজিত করে ইউরো চ্যাম্পিয়ন হয়েছে ইতালি। অন্যদিকে ২০২১ সালের স্বাগতিক ব্রাজিলকে পরাজিত করে কোপা চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা।
এর আগে ১৯৮৫ ও ১৯৯৩ সালে দুইবার অনুষ্ঠিত হয়েছিল ফিনালিসসিমা ম্যাচটি। দীর্ঘ সময় এই টুর্নামেন্টে বন্ধ থাকার পর, এবার আবারও অনুষ্ঠিত হচ্ছে কোপা চ্যাম্পিয়ন ও ইউরো চ্যাম্পিয়নের ম্যাচ।
লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা বনাম ইটালির মধ্যকার ম্যাচটি। এরইমধ্যে ঘোষণা করা হয়েছে আর্জেন্টিনা ও ইতালি চূড়ান্ত স্কোয়াড।
এবার ম্যাচের আগে জানা গেল আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ। কোন একাদশ নিয়ে ইতালির মুখোমুখি হবে মেসিরা।
আর্জেন্টিনার একাদশের যারা আছেন –
এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়েন রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস আকুনা, রদ্রিগো দি পল, জিওভানি লো সেলসো, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, আ্যঞ্জেল ডি মারিয়া।