Argentina vs Italy live streaming | সুখবর! মোবাইলে সরাসরি দেখা যাবে আর্জেন্টিনা বনাম ইতালির ম্যাচটি! জানুন বিস্তারিত!

Argentina vs Italy live streaming. Finalissima match 2022. How to Watch live Argentina vs Italy match. How to watch Finalissima 2022. Football match today. Argentina football team. Lionel messi Argentina World Cup 2022

Argentina vs Italy

১৯৮৫ সালে সর্বপ্রথম এই ফিনালিসমার যাত্রা শুরু হয়। প্রথম যাত্রায় আন্তর্জাতিক মর্যাদা পাওয়া এই শিরোপাটি জিতেছিল ফ্রান্স। ১৯৯৩ সালের পর থেকে পেরিয়ে গেছে দীর্ঘ ২৯ বছর। দীর্ঘ ২৯ বছর পর আবারো এই ফাইনালের আয়োজন করার উদ্যোগ নিয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা কনমেবল ও ইউরোপ ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ইউয়েফা।

Argentina vs Italy

আগামীকাল বাংলাদেশ সময় রাত ১২ টা ৪৫ মিনিটে লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে বিশেষ ফাইনালে মুখোমুখি হবে ২০২১ কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ২০২১ ইউরো চ্যাম্পিয়ন ইতালি। দীর্ঘ ২৯ বছর পর আবারো এই গ্র্যান্ড ফাইনালের আয়োজন করেছে কনমেবল ও ইউয়েফা। সবশেষ এই ফাইনালের আয়োজন করা হয়েছিল ১৯৯৩ সালে। সেবার বিশেষ ফাইনালের এই কাপটি নিজেদের করে নিয়েছিলো ডিয়াগো ম্যারাডোনার আর্জেন্টিনা।

২০২২ ফিনালিসমাকে সামনে রেখে ইতিমধ্যে দল ঘোষণা থেকে শুরু করে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে আর্জেন্টিনা ও ইতালি। গ্র্যান্ড এই ফাইনালে তীব্র লড়াইয়ের জন্য মুখিয়ে আছে দুই দলই। দীর্ঘ ২৮ বছরের শিরোপা খরা কাটানো লিওনেল মেসিরা ২০২২ কাতার বিশ্বকাপে যাওয়ার আগে আরো একটি আন্তর্জাতিক শিরোপা উঁচিয়ে ধরতে চায়। অন্যদিকে ২০২২ কাতার বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারা ইতালি ও ছেড়ে কথা বলবে না।

এদিকে এই ম্যাচের ঠিক আগ মুহুর্তে ফুটবল ভক্ত-সমর্থকরা পেল দূর্দান্ত সুখবর। ভক্তরা চাইলে যেখানে-সেখানে বসেই উপভোগ করতে পারবে লিওনেল মেসিদের গ্র্যান্ড এই ফাইনালটি। মোবাইলের মাধ্যমেই সরাসরি ম্যাচটি উপভোগ করতে পারবে ফুটবল প্রেমিরা। যেকোনো জায়গা থেকে সনি লিভ অ্যাপের মাধ্যমে আর্জেন্টিনা বনাম ইতালির মধ্যকার ম্যাচটি লাইভ দেখতে পারবে ফুটবল বিশ্বের কোটি ভক্ত-সমর্থকেরা

Argentina vs Italy 2022

Argentina vs Italy match 2022

Argentina vs Italy watch live. Finalissima match 2022. How to Watch live Argentina vs Italy match. How to watch Finalissima 2022. Football match today. Argentina football team. How watch Alam match luve today. Lionel messi argentina

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d
Enable Notifications OK No thanks