আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ ইকুয়েডরের বিপক্ষে মাঠে নেমেছে শক্তিশালী আর্জেন্টিনা। ইকুয়েডরের জন্য ম্যাচটি ছিলো হতাশায় মোড়ানো।
ইকুয়েডরকে গোল বন্যায় ভাসালো দুই বারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের ৬০ শতাংশ বল দখলে রাখে আর্জেন্টিনা। অন্যদিকে ৪০ শতাংশ বল দখলে রেখেছিলো ইকুয়েডর। আর্জেন্টিনা মোট ১১ টি শট নিয়েছিলো ইকুয়েডরের জালে। অপর প্রান্তে আর্জেন্টিনার জালে মাত্র ৫ টি শট নিতে সক্ষম হয়েছে ইকুয়েডর।
ম্যাচে গোলের সূচনাটা করে আর্জেন্টিনা। প্রথার্ধের ২০ তম মিনিটে আর্জেন্টাইন স্ট্রাইকার লুকাস এলারিওর গোলে এগিয়ে ১-০ তে এগিয়ে যায় আর্জেন্টিনা। এর ৭ মিনিট পরেই আর্জেন্টিনার নামে আসে আরেকটি গোল। ইকুয়েডরের ডিফেন্ডার জন যাইরো ইসপিনোজা নিজেদের জালে নিজেই গোল দিয়ে দেন। তার গোলের মাধ্যমে ২-০ তে এগিয়ে যায় স্কোলনির দল। প্রথার্ধের ৩২ তম মিনিটে আরো একটি গোল করে আর্জেন্টিনা। এবার পেনাল্টি থেকে গোল করে লিন্দ্রো পারেদেস। প্রথার্ধেই তিন গোল হজম করে নাজেহাল অবস্থা ইকুয়েডরের। ইকুয়েডর মরিয়া গোলের খোঁজে। কিন্তু গোলের দেখা পেলো না ইকুয়েডর৷ ফলে ৩-০ তে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ইকুয়েডর৷
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে ৪৯ তম মিনিটে গোলের দেখা পায় ইকুয়েডর। ইকুয়েডরের হয়ে গোল করেন এঞ্জেল মেনা। ম্যাচের ৬৬ তম মিনিটে আবারো ইকুয়েডরের জালে বল জড়ায় আর্জেন্টিনা৷ আর্জেন্টাইন ডিফেন্ডার জার্মান পেজেলা করেন গোলটি। ৮২ তম মিনিটে নিকোলাস দলের পঞ্চম গোল করে নিকোলাস ডোমিনগুয়েজ। এর ঠিক ৪ মিনিট পরেই আর্জেন্টিনার হয়ে ষষ্ঠ গোলটি করেন লুকাস ওকাম্পস। একে একে ৬ গোল হজম করে আর্জেন্টিনার কাছে পরাস্ত হয়েছে ইকুয়েডর।