Argentina U20 vs Guatemala U20 : FIFA U20 World Cup | মাঠে নামছে আর্জেন্টিনা, কিভাবে লাইভ দেখা যাবে আর্জেন্টিনার খেলা : আর্জেন্টিনাই চলছে অনূর্ধ্ব ২০ ফুটবল বিশ্বকাপ। যুব বিশ্বকাপের এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানকে দুই ২-১ গোলে পরাজিত করে টুর্নামেন্টের রাউন্ড অফ সিক্সটিনে যাওয়ার পথে এগিয়ে গেল আর্জেন্টিনা।
গ্রুপ পর্বের নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামছে আলভেচেলেস্তারা। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার যুবদল এই ম্যাচে খেলবে গুয়াতেমালার বিপক্ষে। বাংলাদেশ সময় আর আজ রাত তিনটায় শুরু হবে আর্জেন্টিনা গুয়াতেমালার ম্যাচটি।
ফিফা অনূর্ধ্ব২০ বিশ্বকাপের এবারের আসরটি সরাসরি যেহেতু সম্প্রচার করে না ভারতীয় উপমহাদেশের কোন টিভি চ্যানেল, সেই ক্ষেত্রে আর্জেন্টিনার আজকের ম্যাচটিও দেখার জন্য চোখ রাখতে হবে ভক্তদের ফিফার ওয়েবসাইটে, যেখানে ফিফা প্লাসে ( FIFA+) এ দেখানো হবে আর্জেন্টিনা গুয়েতমালার ম্যাচ।
উল্লেখ্য আর্জেন্টিনা এই ম্যাচে জিতলে এবারের বিশ্বকাপের শেশ ষোলয় জায়গা নিশ্চিত করে নেবে। স্বাগতিক আর্জেন্টিনা হাতে এক ম্যাচ বাকি রেখেই বিশ্বকাপের পরবর্তী ধাপে যেতে পারবে মেসির দেশে তরুণরা