ফিফা র‍্যাঙ্কিং ২০২৩ : ব্রাজিলকে টপকে ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আর্জেন্টিনা! হতাশায় ডুবলো ব্রাজিল!

ফিফা র‍্যাঙ্কিং, আর্জেন্টিনা র‍্যাঙ্কিং ২০২৩, ফিফা র‍্যাঙ্কিং ২০২৩ : ব্রাজিলকে টপকে ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আর্জেন্টিনা! হতাশায় ডুবলো ব্রাজিল!

ব্রাজিলের দোটানার দিনে সুযোগ লুফে নিল আর্জেন্টিনা। ব্রাজিলকে হটিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখলে নিয়েছে লিওনেলে মেসিরা। পানামার বিপক্ষের দারুণ জয়ে অন্যদিকে মরোক্কোর বিপক্ষে ব্রাজিলের হতাশার হারে বর্তমানে বিশ্বফুটবলের এক নম্বর দলে পরিণত হয়েছে আর্জেন্টিনা।

শুক্রবার (২৪ মার্চ) পানামার বিপক্ষের ম্যাচে ২-০ গোলের মধুর জয় পায় আলবিসেলেস্তারা। অন্যদিকে আজ (রবিবার, ২৬ শে মার্চ) মরোক্কোর বিপক্ষে ২-১ গোলে পরাজিত হয়েছে আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল।

এর ফলে ফিফার র‍্যাঙ্কিংয়ে এসেছে বেশ পরিবর্তন। বিশ্বকাপের পরও জয়ের ধারা অব্যাহত রেখে ব্রাজিলের থেকে ৫ পয়েন্টে এগিয়ে আছে আর্জেন্টিনা।

এর আগে বিশ্বকাপের পর ফিফার ঘোষিত র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে ছিল ব্রাজিল অন্যদিকে দ্বিতীয় স্থানে ছিল আর্জেন্টিনা।

বর্তমানে ফিফার শীর্ষস্থান দখলকারী বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার পয়েন্ট ১৮৩৯.৯০ পয়েন্ট (+১.৫২) অন্যদিকে দ্বিতীয় স্থানে নেমে আসা ব্রাজিলের পয়েন্ট ১৮৩৪.১৪ (-৬.৬৩)।

এক নজরে ফিফার র‍্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচ দল:-

আর্জেন্টিনা ১৮৩৯.৯০ (+১.৫২)

ব্রাজিল ১৮৩৪.১৪ (-৬.৬৩)
ফ্রান্স ১৮৩৩.৯৩ (+১০.৯৪)
বেলজিয়াম ১৭৮৮.৮৩ (+৭.৫৩)
ইংল্যান্ড ১৭৮৫.৪৮ (+১১.২৯)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this:
Enable Notifications OK No thanks