(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Argentina Defeat In World Cup Opening Match After 32 years : ৩২ বছর আগে ম্যারাডোনাও হেরেছিল বিশ্বকাপের প্রথম ম্যাচ! তবে সেবার ফাইনালেও খেলেছে আর্জেন্টিনা!

Argentina Defeat In World Cup Opening Match After 32 years : ৩২ বছর আগে ম্যারাডোনাও হেরেছিল বিশ্বকাপের প্রথম ম্যাচ! তবে সেবার ফাইনালেও খেলেছে

কাতার বিশ্বকাপে নিজেদের যাত্রাটা হতাশা দিয়েই শুরু করল আর্জেন্টিনা। সৌদি আরবের বিপক্ষে অনাকাঙ্ক্ষিত ২-১ গোলের হারের মধ্য দিয়ে টুর্নামেন্টে যাত্রা করেছে আলবিসেলেস্তারা। বিশ্বকাপের হটকেক হিসেবে থাকা আর্জেন্টিনার এমন হারে স্তব্ধ গোটা ফুটবল বিশ্ব। বিশ্বকাপের প্রথম ম্যাচেই হার প্রায় ৩২ বছর পর এমন পরিস্থিতির শিকার হলো আলবিসেলেস্তারা।

বিশ্বকাপের প্রথম ম্যাচে হার এমন তেতো অভিজ্ঞতা আর্জেন্টিনার আগেও ছিল। এমনকি ডিয়াগো ম্যারাডোনার স্বর্ণযুগেও বিশ্বকাপের ওপেনিং ম্যাচে হার দিয়ে শুরু করেছে আর্জেন্টিনা। তবে সেবার বিশ্বকাপের প্রথম ম্যাচে হারলেও ফাইনালে পর্যন্ত খেলেছে আকাশী নীলের দল।

১৯৯০ বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ক্যামেরুনের কাছে হারে ১-০ গোলে। সেবার আর্জেন্টাইন দলে ছিলেন কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনা।

এছাড়াও ১৯৯০ সাল ছাড়াও আরো চারবার বিশ্বকাপ আসরে নিজেদের প্রথম ম্যাচে হারের মুখ দেখেছিল দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা৷ ১৯৩৪, ১৯৫৮, ১৯৭৪ ও ১৯৮২ সালে ফুটবল বিশ্বকাপের প্রথম ম্যাচে হারের মুখ দেখেছে আলবিসেলেস্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks