Argentina | Brazil | World Cup | ব্রাজিল নয়, বাংলাদেশ থেকে সবচেয়ে আর্জেন্টিনার ম্যাচের টিকিটের আবেদন!
ফুটবল বিশ্বকাপ মানেই বাড়তি উন্মাদনা ও উত্তেজনা। ফুটবল বিশ্বকাপের বছর এলেই সরগরম হয়ে উঠে ফুটবল পাড়া। নিজেদের পছন্দের দলকে সমর্থন জানাতে যেনো কোনো কমতি রাখেন না ভক্ত-সমর্থকরা। ফুটবল বিশ্বকাপে অন্যান্য দলের থেকে সবচেয়ে বেশি উন্মাদনা দেখা দেয় ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচকে কেন্দ্র করে। বিশেষ করে বাংলাদেশে ফুটবল মানেই ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকের ছড়াছড়ি।
ফিফা বিশ্বকাপের বল কিনুন স্বল্প মূল্যে সেরা অফার — নিচের ছবিতে ক্লিক করুন
২০২২ কাতার বিশ্বকাপে মাঠে বসে ব্রাজিলের নয় বরং আর্জেন্টিনার ম্যাচ দেখার জন্য পাগলপ্রায় বাংলাদেশের ফুটবল সমর্থকেরা। বিশ্বকাপ ফুটবলের ম্যাচগুলো মাঠে বসে উপভোগ করতে ৯ মে (সোমবার) বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের কাছে শেষ দিন পর্যন্ত অসংখ্য টিকিটের আবেদন করেছে ভক্তরা। বাংলাদেশি এসব ভক্তদের চাহিদার শীর্ষে রয়েছে আর্জেন্টিনার ম্যাচগুলো।
বিশ্বকাপের ম্যাচগুলোর টিকিট সম্পর্কে জানাতে গিয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন, ফিফা আমাদের ধারণা দিয়েছে যে ২০০ থেকে ২৫০ টি টিকিট পেতে পারি। তবে চূড়ান্ত সংখ্যাটা জানা যাবে আগামী ১২ মে’র পর। এখন পর্যন্ত আমরা আবেদন পেয়েছি ৪৪৭ টি। যার মধ্যে অধিকাংশই একের অধিক টিকিট চেয়েছেন। সবচেয়ে বেশি আবেদন পড়েছে আর্জেন্টিনার ম্যাচের টিকিটের জন্য।