(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Argentina beat Poland by 2-0 and qualify for knockout stage : মেসির পেনাল্টি মিস! নাটকীয় ম্যাচে পোল্যান্ডকে হারিয়ে নকআউট পর্বে আর্জেন্টিনা!

Argentina beat Poland by 2-0 and qualify for knockout stage : মেসির পেনাল্টি মিস! নাটকীয় ম্যাচে পোল্যান্ডকে হারিয়ে নকআউট পর্বে আর্জেন্টিনা!

বাঁচা-মরার ম্যাচে পোল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কাতার বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এদিন পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তারা।

এদিন প্রথমার্ধে অধিকাংশ বল দখলে রেখে একের পর এক আক্রমণ চালিয়েছে আর্জেন্টিনা। তবে বার বার আক্রমণ চালালেও গোলমুখে ব্যর্থ হয়েছে মেসি – আলভারেজরা। মেসিদের সামনে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়ে ছিলেন পোল্যান্ডের গোলরক্ষক শেজনি। তবে ম্যাচে বিপত্তি বাঁধে ৩৬তম মিনিটে। মেসিকে ডি-বক্সে ফাউল করে বসেছিলেন পলিশ গোলরক্ষক। সেখান থেকে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজায় রেফারি।

তবে লিওনেল মেসির নেওয়া সেই পেনাল্টি শট ঠেকিয়ে আর্জেন্টাইনদের বুকে কাঁপুনি ধরিয়ে দেন ভয়চেক শেজনি। এরপর পেনাল্টি মিসের হতাশা নিয়ে প্রথমার্ধের খেলা শেষ করে লিওনেল স্কালোনির দল।

তবে পেনাল্টি মিসের হাতাশাকে ক্ষণস্থায়ী হতে দেননি ম্যাক অ্যালিস্টার। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৬তম মিনিটে নাহুয়েল মলিনার ক্রস থেকে হাল্কা গড়ানো শটে পোল্যান্ডের ডিফেন্স ও গোলরক্ষককে ফাঁকি দেন ম্যাক অ্যালিস্টার। আর্জেন্টিনা এগিয়ে যায় ১-০ গোলে।

এরপর ম্যাচের ৬৭তম মিনিটে এঞ্জো ফার্নান্দেজের অ্যাসিস্ট থেকে দূর্দান্ত এক নজরকাড়া গোল করে দলের ব্যবধান দিগুণ করেন প্রথমবারের মতো বিশ্বকাপে আর্জেন্টিনার শুরুর একাদশে সুযোগ পাওয়া জুলিয়ান আলভারেজ। ফলে ২-০ গোলে এগিয়ে যায়।

এরপর আর কোনো গোল না হলে ২-০ গোলের জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্ব নিশ্চিত করে আলবিসেলেস্তারা। নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks