(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Argentina beat Netherlands on nail biting penalty shootout and reach to the semifinal : শ্বাসরুদ্ধকর ম্যাচে মার্টিনেজ-মেসি জাদুতে সেমিফাইনালে আর্জেন্টিনা!

Argentina beat Netherlands on nail biting penalty shootout and reach to the semifinal : শ্বাসরুদ্ধকর ম্যাচে মার্টিনেজ-মেসি জাদুতে সেমিফাইনালে আর্জেন্টিনা!

শ্বাসরুদ্ধকর ম্যাচে পেনাল্টিতে নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা। পেনাল্টি শুটআউটে ইমিলিয়ানো মার্টিনেজ নেদারল্যান্ডসের প্রথম দুই শট ঠেকিয়ে দিয়ে বনে যান জয়ের নায়ক। এদিন ২-২ গোলে ড্র হওয়া ম্যাচ গড়ায় পেনাল্টিতে। সেখানে নেদারল্যান্ডসকে ৪-৩ ব্যবধানে পরাজিত করেছে আলবিসেলেস্তারা।

এদিন শুরুতে দাপট দেখিয়েছে ডাচরা। তবে সময়ের সাথে সাথে নিজেদের আক্রমণ শক্ত করে লিওনেল মেসিরা। ম্যাচের ৩৫তম মিনিটে এদিন ভন ডাইকদের ফাঁকি দিয়ে দূর্দান্ত এক অ্যাসিস্ট করেন লিওনেল মেসি। মেসির সেই অ্যাসিস্ট থেকে গোল করতে ভুল করেননি নাহুয়েল মলিনা। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে লিওনেল স্কালোনির দল।

ম্যাচের দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি আক্রমণ চালায় দুই দল। তবে সফলতার দেখা পায় আকাশী-নীলের দল। ৭১তম মিনিটে ডি-বক্সে মার্কোস আকুনাকে ফাউল করে বসে ডাচ ডিফেন্ডার ড্রাম্ফ্রাইস। যার ফলে পেনাল্টি পায় আর্জেন্টিনা।

সফল স্পটকিকে গোল করে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি আর্জেন্টিনার ইতিহাসে বিশ্বকাপ মঞ্চে সর্বোচ্চ ১০ গোল করার কীর্তি গড়েন লিওনেল মেসি।

কিন্তু শেষটা মোটেও সুখকর হয়নি মেসিদের জন্য। ৮৩তম মিনিটে ওতামেন্ডিদের ফাঁকি দিয়ে হেডে গোল করে ব্যবধান কমান ওয়েগহ্রস্ট। বিপত্তি বাঁধে খেলার অতিরিক্ত সময় ১০ মিনিট দিলে। ৯৯তম মিনিটের সময় ফ্রি-কিক পেয়ে যায় নেদারল্যান্ডস। সেখান থেকে এঞ্জো ফার্নান্দেজদের বোকা বানিয়ে জালে বল জড়িয়ে দেন প্রথম গোল করা সেই ওয়েহ্রস্ট। ফলে ২-২ গোলে সমতায় ফিরে ডাচরা।

এরপর অতিরিক্ত সময় ১২০ মিনিট পর্যন্ত কোনো গোল না হলে খেলা গড়ায় পেনাল্টিতে।

পেনাল্টিতে নেদারল্যান্ডসের নেওয়া ভন ডাইক ও বার্গাইসের প্রথম দুটি শট ঠেকিয়ে দেন ইমিলিয়ানো মার্টিনেজ। পরে এঞ্জো ফার্নান্দেজ একটি পেনাল্টি মিস করলেও লাউতারো মার্টিনেজের সফল স্পটকিকে শেষ গোলটি পায় আর্জেন্টিনা ফলে জয়ের আনন্দে মেতে উঠে মেসিরা।

সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ক্রোয়েশিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks