Argentina are set to visit Bangladesh and play a friendly match in June : সুখবর! জুনে বাংলাদেশে প্রীতি ম্যাচ খেলতে আসছে আর্জেন্টিনা!

Argentina are set to visit Bangladesh and play a friendly match in June : সুখবর! জুনে বাংলাদেশে প্রীতি ম্যাচ খেলতে আসছে আর্জেন্টিনা!

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা দল বাংলাদেশের ভক্তদের থেকে যে ভালোবাসা এবং সমর্থন পেয়েছে তা ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। লিওনেল মেসি এবং তার দলের প্রতি এমন ভালোবাসায় সিক্ত হয়ে আর্জেন্টিনার সমর্থকেরাও বাংলাদেশকে শ্রদ্ধা জানাতে ভুল করেনি। বিশ্বকাপ জয়ের পর লাতিন আমেরিকার দেশটির রাজধানীর বুয়েন্স আয়ার্সে আর্জেন্টিনার পতাকার পাশাপাশি উড়েছে বাংলাদেশের লাল-সবুজের পতাকাও। এছাড়াও কিছুদিন আগে লিওনেল মেসির দেশের সেকেন্ড ডিভিশন লিগ শুরুর আগ মুহুর্তে মাঠে লাল-সবুজের পতাকা উড়িয়ে বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে আর্জেন্টাইনরা।

বিশ্বকাপের পর থেকেই জোরালো গুঞ্জন উঠেছে আবারো বাংলাদেশ সফরে আসবে লিওনেল মেসির নেতৃত্বাধীন দল আলবিসেলেস্তারা। মাঝে প্রায় সকল বিষয় চূড়ান্তের পথে এগোলেও হঠাৎ করে বাফুফে মিটিং স্থগিত করে সব আলোচনা বন্ধ করে দিয়েছিল।

তবে এবার এলো বিশাল সুখবর। আর্জেন্টিনার বাংলাদেশে আসা প্রায়ই চূড়ান্ত। শুধু তাই নয় বাংলাদেশে এসে লাল-সবুজের দলের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তারা। এমন খবরই দিয়েছে মুন্ডো আলবিসেলেস্তা পত্রিকার সাংবাদিক রয় নেমার।

রয় নেমার জানিয়েছে, নতুন তথ্য অনুযায়ী বাংলাদেশ সফরে গিয়ে বাংলাদেশ দলের বিপক্ষে আগামী জুনে একটি প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে আর্জেন্টিনার। শিগগিরই প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসতে পারে বিশ্বকাপ চ্যাম্পিয়নরা।

রয় নেমারের তথ্য মতে, এ বিষয়টি চূড়ান্ত করার খুব কাছাকাছি আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন এএফএ। এদিকে রয় নেমার আরো জানিয়েছে,

“জুনে এই ম্যাচটি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ডোব্লে আমেরিলার মতে, আগামী ১২-২০ জুনের মধ্যে বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this:
Enable Notifications OK No thanks