Angel Di Maria miss the round of 16 due to thigh injury : দুঃসংবাদ!! ইঞ্জুরির কারণে ছিটকে গেছেন আর্জেন্টিনার সেরা তারকা!
বাঁচা-মরার কাতার বিশ্বকাপে পোল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে নক আউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে আর্জেন্টিনার এমন জয়ের দিন পেতে হয়েছে দুঃসংবাদও। পোল্যান্ডের বিপক্ষের ম্যাচে ইঞ্জুরিতে পড়েছেন দলের অন্যতম সেরা তারকা।
পোল্যান্ডের বিপক্ষের ম্যাচে পুরো সময়ে খেলতে পারেননি অ্যানহেল ডি মারিয়া। ম্যাচের ৫৯তম মিনিটে ডি মারিয়াকে উঠিয়ে নেন কোচ লিওনেল স্কালোনি। মাঠ ছেড়ে উঠে যাওয়ার সময় বেশ বিমর্ষ দেখা গিয়েছিল অ্যানহেল ডি মারিয়াকে। সে সময় কোচ এবং আর্জেন্টিনার পক্ষ থেকে কিছু জানানো না হলেও এবার বেরিয়ে এলো আসল খবর।
উরুর চোটে পড়েছেন অ্যানহেল ডি মারিয়া। বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষের ম্যাচ থেকে ছিটকে গেছেন ডি মারিয়া। এমন খবরই জানিয়েছে ফুটবল ইতালিয়া। তারা জানিয়েছে, গ্রুপ পর্বের শেষ ম্যাচের পর দলীয় অনুশীলনে দেখা যায়নি অ্যানহেল ডি মারিয়াকে। ডি মারিয়াকে বিশ্রাম দিয়েছেন স্কালোনি।
অন্যদিকে সংবাদ মাধ্যম ওলে এক প্রতিবেদনে জানিয়েছে, আর্জেন্টিনার শেষ ষোলোর ম্যাচের আগে সুস্থ হয়ে উঠবেন ডি মারিয়া। প্রথমার্ধে না খেললেও ম্যাচের দ্বিতীয়ার্ধে দেখা যাবে তারকা এই উইঙ্গারকে।