(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Anamul Haque Bijoy | Record | DPL | ইতিহাসের পাতায় এনামুল হক বিজয়!

Anamul Haque Bijoy has returned to his old form with the bat in the current edition of Dhaka Premier Division Cricket League. It is as if the old victory of the Under-19 World Cup can be seen in the current DPL event.

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের চলতি আসরে ব্যাট হাতে পুরনো রূপে ফিরেছেন এনামুল হক বিজয়। ঠিক যেনো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেই পুরনো বিজয়কেই দেখা যাচ্ছে চলতি ডিপিএল আসরে। ব্যাট হাতে রানের ফোয়ারা বইয়ে দেওয়া বিজয় একের পর এক হাফসেঞ্চুরি এবং সেঞ্চুরি হাঁকিয়েই চলেছেন। ফর্মের তুঙ্গে থাকা এনামুল হক বিজয় এবার গড়েছেন ইতিহাস। ডিপিএলে ব্যাট হাতে ইতিহাস গড়েছেন বিজয়।

ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাট হাতে এক মৌসুমে সর্বোচ্চ রান করা ক্রিকেটার আগেই বনে গিয়েছিলেন এনামুল হক বিজয়। এবার সেই রান নিয়ে গেলেন হাজারের গন্ডিতে। ডিপিএলের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে এক হাজার রানের মালিক হয়ে রেকর্ড বইয়ে নাম তুলেছেন বিজয়।

আজ (২৬ এপ্রিল, মঙ্গলবার) রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে মাঠে নেমেই চলতি ডিপিএলে নবম হাফসেঞ্চুরি তুলে নেন এনামুল হক বিজয়। সেই সঙ্গে ছুয়ে ফেলেন ১০০০ রানের মাইলফলক। এখন পর্যন্ত চলতি ঢাকা প্রিমিয়ার লিগে ১৪ ম্যাচ খেলে ৯ হাফসেঞ্চুরি ও সেঞ্চুরি তুলে নিয়েছেন বিজয়। ১২তম ম্যাচে সাইফ হাসানকে টপকে লিস্ট ‘এ’ ক্রিকেটে এক আসরে সর্বোচ্চ রানের মালিক হন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। আর আজ ৭০ রান করেই এক হাজার রানের মাইলফলক স্পর্শ করে বিজয় বনে গেলেন একমাত্র ক্রিকেটার যে কিনা এক মৌসুমে ব্যাট হাতে ১০০০ রান সংগ্রহ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks