(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Anamul Haque Bijoy | DPL | Record | অপ্রতিরোধ্য বিজয়ের অবিশ্বাস্য রেকর্ড!

Emerging star Anamul Haque Bijoy, who suddenly dropped out of the national team, is irresistible with the bat in the current DPL. The wicketkeeper-batsman is giving the message that he will return to the national team after scoring half-centuries and centuries.

হঠাৎ করে জাতীয় দল থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া উদীয়মান তারকা এনামুল হক বিজয় চলতি ডিপিএলে ব্যাট হাতে রয়েছেন অপ্রতিরোধ্য। একের পর হাফসেঞ্চুরি এবং সেঞ্চুরি করে আবারো জাতীয় দলে ফিরে আসার বার্তা দিচ্ছেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। ঘরোয়া ক্রিকেট ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাট হাতে প্রতিনিয়ত নিজেকে প্রমাণ করেই যাচ্ছেন এনামুল হক বিজয়৷ যার ফল হিসেবে দূর্দান্ত এক রেকর্ড গড়েছেন বিজয়।

লিস্ট ‘এ’ ক্রিকেটে মর্যাদা পাওয়ার পর থেকে ঢাকা প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন এনামুল হক বিজয়। প্রাইম ব্যাংকের হয়ে খেলা এই ওপেনার এখন পর্যন্ত ব্যাট হাতে ৮২২ রান করেছেন। অন্যদিকে এই রেকর্ডে এনামুল হক বিজয় পেছনে ফেলেছেন সাইফ হাসানকে। ২০১৮-১৯ মৌসুমে প্রাইম দোলেশ্বরের হয়ে হয়ে ১৬ ম্যাচে ৬২.৬১ গড়ে ৮১৪ রান করে এক মৌসুমে সর্বোচ্চ রান করা খেলোয়াড় ছিলেন সাইফ হাসান। তবে এবার সাইফকে পেছনে ফেলে এই রেকর্ড নিজের নামে করে নিয়েছেন এনামুল হক বিজয়।

লিগে এবার ব্যাট হাতে ঝড় তোলা বিজয় ১২ ম্যাচে ৭৪.৬৪ গড়ে, ৯৭.৩৯ স্ট্রাইক রেটে ৮২২ রান করেছেন। ৬ হাফসেঞ্চুরি ও ২ সেঞ্চুরির সাহায্যে এই রান করেছেন তিনি। ক্যারিয়ার সেরা ১৮৪ রানের ইনিংসও এই মৌসুমেই খেলেছেন এনামুল হক বিজয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks