(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Anamul Haque Bijoy | BCB | সুখবর!! বিজয়কে দারুণ সুখবর দিল বিসিবি!

Cricket fans have seen a different kind of victory in the domestic league DPL. Anamul Haque Bijoy has hinted that he will return to his old form and return to the national team with a world record average.

ঘরোয়া লিগ ডিপিএলে এক অন্যরকম বিজয়কে দেখতে পেয়েছে ক্রিকেট ভক্ত-সমর্থকরা। নিজের পুরনো রূপে ফিরে সকলকে তাক লাগিয়ে বিশ্বরেকর্ড গড়ে জাতীয় দলে ফেরার আভাস দিয়েছেন এনামুল হক বিজয়। ডিপিএলের এক আসরে সর্বোচ্চ রানের পাশাপাশি একমাত্র ক্রিকেটার হিসেবে ১০০০+ রান করেছেন এনামুল হক বিজয়। ওয়ানডে ফরম্যাটের ঢাকা প্রিমিয়ার লিগে ১৫ ম্যাচে করেছেন ১,১৩৮ রান। এই রান করতে ৩ সেঞ্চুরি ও ৯ হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন বিজয়।

নিজের ক্যারিয়ারের সেরা ফর্মে থাকা বিজয়কে এবার দারুণ সুখবর দিল বিসিবির নির্বাচকরা। বিজয়কে দলে ফেরাতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের সদস্যরা।

ঈদের ছুটি কাটিয়ে আগামী ৯ মে থেকে শ্রীলঙ্কা সিরিজের জন্য অনুশীলন শুরু করবে মমিনুল হকের দল। এই সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দল অনুশীলন করবে চট্টগ্রামে এবং লঙ্কানরা অনুশীলন করবে মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজ শুরুর আগে বিকেএসপির মাঠে আগামী ১১-১২ মে শ্রীলঙ্কা খেলবে দু’দিনের একটি প্রস্তুতি ম্যাচ। বিসিবি একাদশের বিপক্ষে সেই প্রস্তুতি ম্যাচ খেলবে লঙ্কানরা। সেই প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশে রাখা হবে এনামুল হক বিজয়কে। বাংলাদেশ ‘এ’ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের দলেও বিজয়কে রাখার চিন্তাভাবনা করছে বিসিবির নির্বাচকরা।

বাংলাদেশ জাতীয় দল ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে আগামী জুন-জুলাইয়ে। উইন্ডিজদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে টাইগাররা। ওই একই সময়ে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে বাংলাদেশ ‘এ’ দল। সেখানে একটি চারদিনের ও পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। সেই সিরিজে বাংলাদেশ ‘এ’ দলে জায়গা পাবেন এনামুল হক বিজয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks