(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

5 wonder kids were called to the Argentina national team : প্রথমবারের মতো আর্জেন্টিনার জাতীয় দলে ডাক পেল ৫ বিস্ময়কর বালক!

5 wonder kids were called to the Argentina national team : প্রথমবারের মতো আর্জেন্টিনার জাতীয় দলে ডাক পেল ৫ বিস্ময়কর বালক!

আগামী ফিফা উইন্ডোতে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর এই প্রথম মাঠে নামতে যাচ্ছে আলবিসেলেস্তারা। এই প্রথম তিন তারকা বিশিষ্ট জার্সি পরিহিত করে খেলতে নামছে লিওনেল স্কালোনির শিষ্যরা।

আগামী ২৩ ও ২৮ মার্চ যথাক্রমে পানামা কুরাসাওয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে লিওনেল মেসিরা। এই দুই ম্যাচকে সামনে রেখে ইতিমধ্যেই ৩৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার ঘোষিত এই স্কোয়াডে রয়েছে তারুণ্যের ছড়াছড়ি।

প্রথমবারের মতো আর্জেন্টিনা জাতীয়দলের স্কোয়াডে ডাক পেয়েছেন ৫ তরুণ বিস্ময়কর বালক। যারা ঝলক দেখিয়ে চলেছে ইউরোপ ইতালির ক্লাবগুলোতে।

লিওনেল স্কালোনির ঘোষিত এই স্কোয়াডে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন — আলেহান্দ্রো গার্নাচো, লাওতারো ব্ল্যানকো, ফাকুন্দো বুয়োনানোত্তে, ভ্যালেন্তিন কারবোনি ও ম্যাক্সিমো পেরোন।

সম্প্রতি সময়ে ম্যানচেস্টার ইউনাইটেডের গুরুত্বপূর্ণ তারকা হিসেবে পরিণত হয়েছেন গার্নাচো। একের পর এক ম্যাচে ম্যানইউকে জয় এনে দিয়ে চলেছেন আলেহান্দ্রো গার্নাচো।

অন্যদিকে চলতি শীতকালীন দলবদলের বাজারে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন ম্যাক্সিমো পেরোন। ভেলেজ সার্সফিল্ড থেকে ম্যানসিটিতে যোগ দিয়েছেন আর্জেন্টিনার ওয়ান্ডারকিড খ্যাত ডিফেন্সিভ মিডফিল্ডার ম্যাক্সিমো পেরোন।

লা লিগার ক্লাব এলচের হয়ে খেলছেন লাওতারো ব্ল্যানকো। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন এই লেফট ব্যাক।

ইতালির ক্লাব সিরিয়া আ’তে ইন্টার মিলানের ইউ-২০ দলের নিয়মিত সদস্য অ্যাটাকিং মিডফিল্ডার ভ্যালেন্তিন কারবোনি।

ইংলিশ ক্লাব ব্রাইটোন হোব এন্ড আলবিওনের একাডেমিতে খেলছেন ১৮ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার ফাকুন্দো বুয়োনানোত্তে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks