ফুটবল খেলার খবর / আর্জেন্টিনার ম্যাচের ফলাফল | মেসি কে ছাড়াই বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা | Argentina match result today | সাইড বেঞ্চে বসে থেকে লিওনেল মেসি দেখেছেন তরুণ আর্জেন্টিনার ম্যাজিকাল ফুটবল। ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্ব ম্যাচে বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনা জিতেছে ৩-০ গোলে। আর্জেন্টিনার জয়ের দিন একাদশে ছিলেন না লিওনেল মেসি।
বিশ্বকাপ বাছাই পর্বের যাত্রাটা আর্জেন্টিনার শুরু করেছে বিপক্ষে ১-০ গোলে জয়ের মধ্য দিয়ে। সেই ধারাবাহিকতা দলটি ধরে রেখেছে বলে বিয়ার বিপক্ষের ম্যাচেও। এই বাসে মেসি একাদশে না থাকলেও তার প্রভাব পড়েনি আর্জেন্টিনার খেলাই, উল্টো সুযোগ পেয়ে তরুণরা নিজেদের মেলে ধরেছেন শতভাগ।
ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত বল দখলে আধিপত্য দেখিয়েছে আর্জেন্টিনা এদিন খেলার ৩৯ তম মিনিটে লাল কার্ড দেখেন বলিভিয়ার ফার্নান্দেজ। দশজনের দলে পরিণত হয় বলিভিয়া। এরপর তাদের নিয়ে রীতিমত ছেলে খেলা শুরু করে আর্জেন্টিনা।
আর্জেন্টিনার হয়ে এদিন একটি করে গোল করেছেন নিকোলাস গঞ্জালেস, এঞ্জো ফার্নান্দেজ ও নিকোলাস তাগলিয়াপিকো। প্রথমার্ধে দুই গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয় আর্ধে আরো এক গোলে দেখা পেয়েছে আর্জেন্টিনা। সবমিলিয়ে বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের ধারা অব্যাহত রেখেছে আলভেসেলেস্তারা।