ফিক্সিং অভিযোগে নিষেধাজ্ঞা যেনো বিচ্ছিন্ন করে দিয়েছে মোহাম্মদ আশরাফুলের ক্যারিয়ার। তবুও হাল ছাড়ছেন না আশরাফুল। প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন আবার জাতীয় দলের জার্সিটা গায়ে জড়াতে। আর তাইতো ফিটনেস নিয়ে কাজ করা শুরু করে দিয়েছেন তিনি। ওজন কমিয়েছেন ১২ কেজি। আশরাফুলের এমন বদলের পর তাকে দেখতে মনে হচ্ছে কোনো ১৮ বছরের তরুণ স্বপ্নের পিছনে ছুটে চলছে।
ফিটনেস সম্পর্কে আশরাফুল বলেন, শক্তি আগের মতোই আছে আল্লাহর রহমতে। আমার যে অতিরিক্ত চর্বি ছিল সেগুলো কমে গেছে।
ফিটনেস ধরে রাখতে বর্তমানে পায়ে হেঁটেই যাতায়াত করেন তিনি। এ ব্যাপারে আশরাফুল বলেন, আগে কোথাও গেলে গাড়ি অথবা রিক্সা নিয়ে যেতাম কিন্তু এখন চেষ্টা করি যতটা পারি হেঁটে যাওয়ার।
এবার বিপ টেস্টে ১১.১১ স্কোর করেন আশরাফুল। এটি একমাত্র সম্ভব হয়েছে তার এমন পরিবর্তনের পর। এ ব্যাপারে আশরাফুল বলেন, এবার আমার ক্যারিয়ারের সেরা বিপ টেস্ট হতে হয়েছে। সহজ ছিল না কাজগুলো।
ফিটনেস ধরে রেখে আশরাফুলের একমাত্র লক্ষ্য জাতীয় দলে খেলা। ধারাবাহিকতা বজায় রাখলে আবারো ফেরা সম্ভব মনে করছেন তিনি। এ ব্যাপারে তিনি বলেন, স্বপ্ন দেখি এখনো বাংলাদেশ দলে খেলার৷ বাংলাদেশ টেস্ট দলের হয়ে খেলার। সেখান থেকে চিন্তা করলাম এই ফিটনেসটা খুব গুরুত্বপূর্ণ। তখন মনে করলাম শেষ একটা চেষ্টা করে দেখি৷ নিজের জন্য অনেক ভালো এই ধরনের ফিটনেস ধরে রাখতে পারলে। আমাদের মতো উচ্চতার ব্যাটসম্যানরা কিন্তু লম্বা সময় ধরে খেলতে পারে। টেন্ডুলকার অনেক দিন খেলেছে। আমি যেহেতু ব্যাটসম্যান, আমার মনে হয় ফিটনেস ধরে রেখে আবার সম্ভব খেলা।
কী খেয়ে এমন পরিবর্তন আশরাফুলের? সেই প্রশ্নের উত্তরও মিলেছে। এ ব্যাপারে তিনি বলেন, সকালে দুইটা ডিমে সাদা অংশ, খেজুর, বাদাম এগুলো খেয়ে অনুশীলনে যাই। দুপুরে বেশীরভাগ সবজি খাওয়া হয়৷ তাছাড়া মাছ এবং মুরগীর মাংস খাওয়া হয় মাঝে মাঝে। বিকেলে জিমে যাই। রাতে আবার সবজি, মাছ খাই।
উল্লেখ্য, এবাবের বিসিএলে ইসলামি ব্যাংক পূর্বাঞ্চলের হয়ে খেলবেন মোহাম্মদ আশরাফুল।