দক্ষিণ আফ্রিকায় ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে যুব বিশ্বকাপ। আজ ভারত যুব দলের বিপক্ষে মাঠে নামে শ্রীলঙ্কা যুব দল।
ভারত এবং শ্রীলঙ্কার ম্যাচের মূল কেন্দ্রবিন্দু ছিলো তরুণ লঙ্কান পেসার মাথিসা পাথারানা। এই ম্যাচে ১৭৫ কিলোমিটার গতিতে বল করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে এই তরুণ পেসার।
লঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গার বোলিং অ্যাকশনের মতই পাথিরানার বোলিং অ্যাকশন। ১৭ বয়সী এই তরুণের এমন গতিতে মুগ্ধ সকলে। ঘন্টায় ১৭৫ কিলোমিটার, মাইলের হিসেবে যা ১০৮ মাইল গতিতে বল করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে এই ১৭ বছর বয়সী এই তরুণ। কিন্তু এই ম্যাচে ৯০ রানের বড় ব্যবধানে হেরে যায় শ্রীলঙ্কা যুব দল।
স্পিডগানের অনুযায়ী এই গতি যদি সত্য হয় তাহলে আন্তর্জাতিক ক্রিকেটে এটিই হবে সবচেয়ে দ্রুত গতির ডেলিভারি। তবে অনেকে এই গতি নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে দ্রুত গতির ডেলিভারি ১৬১.৩ কিলোমিটার। ২০০৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে এই রেকর্ড গড়েছিলেন পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আক্তার।