এরই মধ্যে শেষ হয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ৬ এর গ্রুপ পর্বের ম্যাচ। গ্রুপ পর্ব থেকে সুপার ফোর নিশ্চিত করেছে রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ার, চিটাগাং ভাইকিংস, ঢাকা ডাইনামাইটস, এবার এই চার দলের লড়াই দেখবে বিপিএল সমর্থকরা। এবারের বিপিএলে দুর্দান্ত সব জয়ে পয়েন্ট টেবিলে সবার উপরে আছে রংপুর রাইডার্স। দুই নম্বরে কুমিল্লা ভিক্টোরিয়ার। তিন ও চার নম্বরে আছে যথাক্রমে চিটাগাং ভাইকিংস ও ঢাকা ডাইনামাইটস।
একনজরে দেখে নিন বিপিএলের প্লে-অফের সময়সূচি :
এলিমিনেটর ম্যাচ ০৪/০২/২০১৯ তারিখে – ঢাকা ডাইনামাইটস বনাম চিটাগাং ভাইকিংস। দুপুর ১.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ভেন্যু – মিরপুর শেরা বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।
প্রথম কোয়ালিফায়ার ০৪/০২/২০২৯ – কুমিল্লা ভিক্টোরিয়ার বনাম রংপুর রাইডার্স। সন্ধ্যা ৬.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ভেন্যু – মিরপুর শেরা বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।
দ্বিতীয় কোয়ালিফায়ার – ০৬/০২/২০১৯ – এলিমিনেটর ম্যাচ জয়ী বনাম প্রথম কোয়ালিফায়ার ম্যাচে পরাজিত দল। মিরপুর শেরা বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
ফাইনাল ০৮/০২/২০১৯ (শুক্রবার)- সন্ধ্যা ৭.০০
প্রথম কোয়ালিফায়ার বনাম দ্বিতীয় কোয়ালিফায়ার জয়ী দল। ভেন্যু – মিরপুর শেরা বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম