(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Asia cup 2022 : বাংলাদেশ ক্রিকেট নিউজ | এশিয়াকাপে বাংলাদেশের অধিনায়ক কে? জানুন

বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক কে হবে এশিয়া কাপে তা জানা যায়নি এখনও। বৃহস্পতিবার বিসিবির বোর্ড সভা শেষে পাপন বলেছেন, অধিনায়ক হওয়ার দৌড়ে আছেন মোট ৩ ক্রিকেটার। পাপন জানান, আপাতত অধিনায়কের নাম ঘোষণা করা হচ্ছে না।

বাংলাদেশের ৩ ক্রিকেটার আছেন বর্তমান প্রাথমিক তালিকায়। তারাই এশিয়া কাপে অধিনায়ক থাকতে পারে। তবে অধিনায়ক হিসেবে এশিয়া কাপে দায়িত্ব নিতে আগ্রহ দেখাননি কেউই। তারা তিনজন হলেন -সাকিব আল হাসান, লিটন দাস ও নুরুল হাসান সোহান

তবে অধিনায়ক হিসেবে বিসিবির ভাবনায় ছিলেন বর্তমান অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদসহ ৪ ক্রিকেটার। রিয়াদ বাদ পরায় তিনজন কেই এগিয়ে রাখছেন বিসিবি। তাই তে বলেছেন, অধিনায়ক এখনও চূড়ান্ত করা হয়নি। তবে পাপন যেতে যেতে বলে গেছেন যে, ‘এখানে আরও নাম ছিল। আগে এসেছিল লিটন দাস, এরপর অনেকেই সোহানের নাম বলছে যে সে ভবিষ্যতের জন্য ভালো হতে পারে। একজন অধিনায়ক হলে আরেকজন তো সহ-অধিনায়ক হবে। এখানে কতগুলো ব্যাপার আছে, যাকেই বানাই না কেন আগে তার সাথে তো কথা বলতে হবে। কিছু টার্মস এবং কন্ডিশন তো ঠিক করে নিতে হবে। এসবগুলো সবই বাকি আছে, তো আমার মনে হয় খুব তাড়াতাড়ি আপনারা জানতে পারবেন।’

সাকিবের টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার বিষয়ে প্রশ্ন উঠলে পাপন বলেন, আমরা যে ৪ জনের নাম বললাম তার মধ্যে ১ জনকে তো নাই-ই করে দিলাম। এখন তাদের সঙ্গে তো বসতে হবে। এদের মধ্যে সোহান তো ইনজুরিতে। এটা এখন যদি আমি বলে দিই, তাহলে আপনারা সব তো জেনেই যাবেন। সাকিব হচ্ছে কি হচ্ছে না, এটা এখন আমি বলব না।’

বাংলাদেশের টি -টোয়েন্টি দল নিয়ে অনেক সমালোচনার মুখে পড়েছে টিম ম্যানেজমেন্ট ও খেলোয়াড়রা। কাকে খেলানো যায় কাকে রাখা যায় এখন ও ঠিকই করতে পারল না। তাই তো করা জবাব চাইছে সকলেই।

সাকিবের টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার সম্ভাবনার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা যে ৪ জনের নাম বললাম তার মধ্যে ১ জনকে তো নাই-ই করে দিলাম। এখন তাদের সঙ্গে তো বসতে হবে। এদের মধ্যে সোহান তো ইনজুরিতে। এটা এখন যদি আমি বলে দিই, তাহলে আপনারা সব তো জেনেই যাবেন। সাকিব হচ্ছে কি হচ্ছে না, এটা এখন আমি বলব না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks