(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Asia Cup 2022 : বাংলাদেশ দল | টাইগারদের স্কোয়াডে অন্তর্ভুক্ত হলেন সৌম্য, রিপন ও মৃত্তুঞ্জয় চৌধুরি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড ১৩ই আগষ্ট শনিবার অনেক নাটকীয়তার পর এশিয়া কাপের দল ঘোষণা করেছে।
বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন স্ট্যান্ডবাই হিসেবে আমিরাতে যাবেন আরো ৪ ক্রিকেটার।তবে দল ঘোষনা করেছেন ১৭ সদস্যের। হঠাৎ এমন খবরে চমকে গেছে অনেক খেলোয়াড় । কার ভাগ্য খুলতে যাচ্ছে এশিয়া কাপে।

এশিয়া কাপের উদ্দেশ্যে যাওয়ার আগেই চার জন খেলোয়াড়ের নাম প্রকাশ এমটাই শোনা যাচ্ছে। যদিও স্ট্যান্ডবাই খেলোয়াড়দের নামের তালিকা প্রকাশ করেননি নির্বাচকরা।তবে তিনজনের নাম নিশ্চিত হয়ে গেছে ইতিমধ্যেই বিসিবির একটি সূত্র জানা গেছে।অলরাউন্ডার সৌম্য সরকার আছেন টিমে। গুন্জন তাহলে সত্যি হলো অবশেষে। সাব্বির রহমান তো মূল একাদশে আছেন আর এর মধ্যেই সৌম্য ও ডাক পেয়ে গেলেন স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে।

সৌম সরকার আছেন টিমে তার সাথে আছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য মৃত্যুঞ্জয় চৌধুরী।যে কিনা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পক্ষে বিপিএল মাতিয়েছেন। এদিকে আরেক অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ মাতানো রিপন মন্ডল আছেন স্ট্যান্ডবাই তালিকায়। কিন্তু জানা যায়নি আরকেজন খেলোয়াড়ের নাম। এশিয়া দলে এত চমক থাকবে না বললেই চলে এক নজর দেখে আসি এশিয়া কাপে বাংলাদেশ দল:

সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান ও তাসকিন আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks