(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

খেলাধুলার খবর | IND vs ENG : ইংল্যান্ডের কাছে ভারতের লজ্জার হার

প্রতিপক্ষ ইংল্যান্ড এর ব্যাটারকে আউট করে দিয়ে যে উদযাপন করলেন বিরাট কোহলি, তা সমালোচনার ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিরাট কোহলির আগ্রাসী সেই উদযাপনের জবাব এবারে ইংল্যান্ড দিল জনি ব্যারিস্টো ও জো রুটের ব্যাটে।

বোলিংয়ে শেষ দিনে অসাধারণ কিছু করে দেখাতে পারল না টিম ইন্ডিয়া। আগের দিন তৈরি করা মঞ্চে সেঞ্চুরির উৎসবে মাতলেন জো রুট ও জনি ব্যারেস্টো। জনি ব্যারেস্টো গড়লেন ম্যাচে জোড়া সেঞ্চুরির কীর্তি। তাদের রেকর্ড জুটিতে মহাকাব্যিক জয়ে সিরিজ শেষ করল ইংল্যান্ড।

এজবাস্টন টেস্ট আজ ইংল্যান্ড জিতল ৭ উইকেটের বড় ব্যবধানে। পাঁচ ম্যাচের সিরিজ শেষ হলো ২-২ সমতায়। অসাধারণ জয়ে ভারতকে বোকা বানিয়ে দিল স্বাগতিক ইংলিশরা।

৭ উইকেট হাতে রেখে ৫ম দিনে ইংল্যান্ডের দরকার ছিল ১১৯ রান। আর এই রানের লক্ষ্য স্বাগতিক ইংল্যান্ড ছুঁয়ে ফেলে প্রথম সেশনেই। তাতেই জয় নিশ্চিত হয় তাদের।

টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের সর্বোচ্চ রান তাড়া করে জয় এটিই। ২০১৯ সালে হেডিংলিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে আগের সর্বোচ্চ ৩৫৯ রানের লক্ষ্য তাড়ায় ১ উইকেটে জিতেছিল বেন স্টোকসের অসাধারণ সেঞ্চুরির সৌজন্যে।

ইংল্যান্ডের হয়ে ম্যাচে সর্বোচ্চ ১৪২ রানের ইনিংস খেলেছেন জো রুট। আর জনি ব্যারেস্টো খেলেছে ১১৪ রানের দুর্দান্ত ইনিংস।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks