গতরাতে রিয়েল সোসিয়েদাদের বিপক্ষে অসাধারণ এক জয়ের ম্যাচে দুর্দান্ত এক রেকর্ড গড়লেন লিওনেল মেসি। জার্মান তারকা গার্ড মুলার কে পেছনে ফেলে একি ক্লাবের হয়ে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সর্বোচ্চ গোলের মালিক এখন আর্জেন্টাইন অধিনায়ক।
লিওনেল মেসি গোল সংখ্যা এখন ৩৬৬ টি। যা আগে গার্ড মুলারের ৩৬৫ টি।
লা লিগার এবারের মৌসুমে দুর্দান্ত ফর্মে আছে মেসি। এখন পর্যন্ত লা লিগায় সর্বোচ্চ ১৭ গোল করেছেন এই আর্জেন্টাইন ফুটবল জাদুকর।
লিওনেল মেসির জাদুকরী ফর্মে ভর করে বার্সা রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে। ১৯ ম্যাচে বার্সেলোনার সংগ্রহ ৫১ পয়েন্ট।