প্রতি দলবদলের মৌসুমে নেইমারকে নিয়ে উঠে নানা গুঞ্জন। সান্তস থেকে বার্সেলোনাতে আসার আগেও উঠে এসেছিল অনেক খবর। গত আগস্টে বার্সেলোনা ছেড়ে প্যারিসের ক্লাব পিএসজিতে নাম লিখান নেইমার। আর সেখানে তিনি আছেন দারুণ ফর্মে। মাত্র কয়েক মাসের মধ্যে প্যারিসের রাজপুত্র হয়ে গেলেন তিনি। একের পর এক গোল আর দুর্দান্ত সব ড্রিবলিংয়ে নজর কেরেছেন বিশ্বফুটবল প্রেমীদের। একা রাজত্ব করছেন ক্লাবটিতে।
কিন্তু এত কিছুর মাঝেও না প্যারিসে সুখে নেই নেইমার। কারণ পিএসজির সিনিয়র খেলোয়ার এডিনসন কাভানি ও কোচ উনাই এমেরির সাথে নেইমারের দ্বন্দ্ব হয়েছে। আর যা নেইমারকে রেখেছে মানসিক অশান্তিতে। আর এমনটা দ্বাবি করছে ফরাসী ও স্প্যানিশ গণমাধ্যম গুলো।
এবার এ বিষয়ে বোমা ফাটালেন স্প্যানিশ সংবাদপত্র এল পেইস। এল পেইস তাদের এক প্রতিবেদনে জানিয়েছে নেইমারের জন্য ৩০০ মিলিয়ন ইউরো দিতে প্রস্তুত রিয়েল মাদ্রিদ। আর এই টা আরো বাড়তে পারে পরিস্থিতি অনুযায়ী। এছাড়া ও তারা আরো লিখেছে রিয়েল মাদ্রিদ এরি মধ্যে পিএসজির সাথে গোপনে কথা চালিয়ে যাচ্ছে।
আর এমন খবর সত্যি হলে হয়তো আগামী দল বদলে নেইমার কে দেখা যাবে রিয়েল মাদ্রিদে।