বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশ ফুটবল দলকে ‘ব্রাজিল’ বানিয়ে হারালো অস্ট্রেলিয়া। ২০১৪ বিশ্বকাপের স্মৃতি ফিরে এসেছে বাংলাদেশ অস্ট্রেলিয়া ফুটবল ম্যাচে। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হেরেছিল ব্রাজিল। সেই স্মৃতি আজ ফিরে এসেছে বাংলাদেশ অস্ট্রেলিয়া ফুটবল ম্যাচে।
২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের যাত্রাটা আজ শুরু করেছে বাংলাদেশ ফুটবল দল। বিশ্বকাপ বাছাই পর্ব ম্যাচে বাংলাদেশ মুখামুখি হয়েছে অস্ট্রেলিয়ার। বাংলাদেশ ফুটবল দল এই ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ৭-০ গোলে।
বিশ্বকাপ বাছাই করবে আই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া, প্রথম ম্যাচের প্রতিপক্ষ, আর প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হারের মধ্য দিয়ে নিজেদের গ্রুপে তলা নিতে গিয়ে ঠেকেছে বাংলাদেশ ফুটবল দল।
এদিন পুরো ম্যাচে বল দখলে আধিপত্য দেখিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। বাংলাদেশের জালে ২৯ টি শট নিয়েছে তারা, বিপরীতে বাংলাদেশ ফুটবল দল নিয়েছে কেবল একটি শট। সেটিও লক্ষ্যে রাখতে পারেনি। পুরো ম্যাচটা অস্ট্রেলিয়ার ফুটবলারদের পিছনে দৌড়ানো ছাড়া আর কোন কাজ ছিল না বাংলাদেশ ফুটবল দলের।
ম্যাচের প্রথমার্ধেই ৪ গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশ। চতুর্থ মিনিটে হয় যার শুরুটা। এরপর দ্বিতীয়ার্ধে একে একে তিনবার বল জালে পাঠিয়েছে অস্ট্রেলিয়া, অর্থাৎ দ্বিতীয়ার্ধেক তিনটি গোল হজম করেছে বাংলাদেশ। যার মাধ্যমে ৭-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত হয়ে বিশ্বকাপ বাছাই পর্বের যাত্রা শুরু করেছে জামাল ভূঁইয়ার বাংলাদেশ ফুটবল দল।