২০১৯ বিশ্বকাপের মুকুট উঠেছে ইংল্যান্ডের মাথায়। এখন সবার নজর ২০২৩ বিশ্বকাপের উপর। ২০২৩ বিশ্বকাপের আসর বসবে ভারতে। বাংলাদেশেও কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে ২০২৩ বিশ্বকাপে অংশ নিতে হলে একটু ভিন্ন পরিক্ষা দিতে হবে বাংলাদেশ দলকে। যা বলা যেতে কঠিনই হবে বাংলাদেশের জন্য!
২০২৩ বিশ্বকাপেও অংশ নেবে ১০ টি দল। ২০১৯ বিশ্বকাপে ৮ টি দল অংশ নিয়েছিলো র্যাংকিংয়ের অবস্থান বিচারের ভিত্তিতে। বাকি দুইটি দল অংশ নিয়েছিলো বাছাইপর্ব পার করে। তবে এই সুযোগটি আর থাকছে না ২০২৩ বিশ্বকাপে। র্যাংকিং বিবেচনা করে অংশ নেওয়ার সুযোগ থাকছে না ২০২৩ বিশ্বকাপে। ২০২৩ বিশ্বকাপের অংশগ্রহণকারী দলগুলো নির্ধারণ করা হবে অঘোষিত এক বাছাইপর্বের মাধ্যমে।
বিভিন্ন সিরিজের মাধ্যমে এবার সিডব্লিউসি ওডিআই সুপার লিগে অংশ নেবে টেস্ট খেলুড়ে ১২ টি দেশ এবং নেদারল্যান্ড। প্রতিটি দল খেলবে মোট ২৪ টি ম্যাচ। ২৪ টি ম্যাচ শেষে পয়েন্টের ভিত্তিতে শীর্ষ ৭ টি দল জায়গা করে নেবে বিশ্বকাপে। বাকি ৫ টি দল আরো একটি বাছাইপর্বে লড়বে সিডব্লিউসি লিগ টু থেকে আসা শীর্ষ ৩ দলের বিপক্ষে।
লিগ টু তে থাকবে র্যাংকিংয়ের ১৪ থেকে ২০ নম্বরে থাকা দলগুলো। বাংলাদেশ দল সুপার লিগে শীর্ষ ৭ এ থাকতে না পারলে বাছাইয়ে পাবে সহজ প্রতিপক্ষদের। সুপার লিগ দিয়েই বিশ্বকাপে জায়গা করে নেওয়ার সুযোগ রয়েছে। সুপার লিগ থেকে বিশ্বকাপে জায়গা করে নিতে হলে করতে হবে ভালো পারফরম্যান্স।
লিগের অধিনে বাংলাদেশ হোম সিরিজ খেলবে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও আফগানিস্তান বিপক্ষে। অ্যাওয়ে সিরিজ খেলতে বাংলাদেশকে যেতে হবে আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকায়। ভারত,পাকিস্তান, অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডের বিপক্ষে তিন বছরে কোনো সিরিজ থাকছে না বাংলাদেশ দলের। বিশ্বকাপে জায়গা করে নিতে হলে বাকি ৮ টি পৃথক সিরিজে ভালো করতে হবে বাংলাদেশ দলকে।