ক্লাব ফুটবলে সব সময় প্রতিযোগিতে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে। পয়েন্টে সমান থাকে এই পাঁচ লিগ। সর্বোচ্চ গোল সহ ফুটবলের সেরা পুরষ্কার গুলো পেয়ে থাকেন এই লিগের খেলোয়াড় গুলো।
চলুন দেখে নেওয়া যাক ২০১৭/১৮ মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের সর্বোচ্চ গোলদাতা কারা
১। স্প্যানিশ লা লিগা
স্প্যানিশ লা লিগায় সর্বোচ্চ গোলদাতা বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি। মেসি ১৯ ম্যাচে করেছেন ১৭ গোল।
২। ইংলিশ প্রিমিয়ার লিগ
ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলদাতা টটেনহামের ইংলিশ ফুটবলার হ্যারি কেন। ২০১৭/১৮ মৌসুমে এখন পর্যন্ত গোল করেছেন ২২ ম্যাচে ২০ টি।
৩। জার্মান বুন্দেশ লিগ
বুন্দেশ লিগে সর্বোচ্চ গোলদাতা রবার্ড লেবানদস্কি। মৌসুমে এখন পর্যন্ত তিনি করেছেন ১৭ ম্যাচে ১৫ গোল।
৪। ফ্রেঞ্চ লিগ ওয়ান
ফ্রেঞ্চ লিগ ওয়ানে সর্বোচ্চ গোলদাতা পিএসজির উরুগুয়ান ফরোয়ার্ড এডিনসন কাভানি। যিনি ২০ ম্যাচে করেছেন ২০ গোল।
৫। ইটালিয়ান সিরি এ
সিরি এ তে সর্বোচ্চ গোলদাতা হলেন ইমোবিল। লাজিওর এই তারকা করেছেন ১৮ ম্যাচে ২০ গোল।