টানা দুই ম্যাচ ড্রয়ের পর আবারো জয়ে ফিরলো বার্সা।
লা লিগার ম্যাচে আজ রাতে মাঠে নেমেছে বার্সেলোনা ও এইবার। এইবারের মাঠে ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছে তারা। একরকম অগোছালো ছিলো বার্সা। তবে ম্যাচে দারুণ কিছু আক্রমণ করেছে মেসি সুয়ারেজরা।
প্রথমার্ধে ম্যাচে ১৬ মিনিটের সময় লিওনেল মেসির পাস থেকে দারুণ ভাবে গোল করে দলকে এগিয়ে নেন উরুগুয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ। তখনি ১-০ তে এগিয়ে যায় বার্সা।
কিন্তু প্রথমার্ধে এইবার দারুণ দারুণ কিছু আক্রমণ করে কিন্তু সব আক্রমণ ব্যর্থতায় পরিণত হয় বার্সার রক্ষনে। প্রথমার্ধে আর কোন গোল না হলে ১-০ ব্যবধান নিয়ে মাঠ ছাড়ে মেসি সুয়ারেজরা।
বিরতির পর দুর্দান্ত খেলতে থাকে দুই দল। তবে ব্যবধান বাড়ানোর জন্য আক্রমণের ধার আরো বাড়ায় বার্সা।
এদিকে ম্যাচের ৬৬ মিনিটের সময় বড় ধরনের ধাক্কা খাই এইবার। সার্জিও বুকেতসকে ফাউল করাই হলুদ কার্ড দেখেন এইবারের চিলয়ান মিডফিল্ডার ওরিয়ানা। এরপর হলুদকার্ডের প্রতিবাদ করে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে।
ম্যাচের ৮৮ মিনিটের সময় জর্দি আলবার গোলে ব্যবধান বাড়ায় বার্সা। মেসির শট ঠেকালেও বিপদ মুক্ত করতে পারেনি এইবারের গোলরক্ষক। আর সেই বলে গোল করেন আলবা। এরপর আর কোন গোল না হলে ২-০ গোলের জয় নিয়ে মাঠে কাতালানরা।