বিশ্বকাপের জন্য যে দল ঘোষণা করা হয়েছিলো তাতে অন্তর্ভূক্ত ছিলো না তাসকিন এবং ইমরুল কায়েস এর নাম। কিন্তু বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দিলেন এক সুসংবাদ তাসকিন এবং ইমরুল ভক্তদের।
বিশ্বকাপকে সামনে রেখে বিসিবির পক্ষ থেকে করা হয়েছে একটি রিজার্ভ দল। মূলত এই রিজার্ভ দল করার কারণ হলো কোনো খেলোয়াড় ইঞ্জুরি পড়লে রিজার্ভ দলের খেলোয়াড়রা সুযোগ পাবে৷
এই ব্যাপারে পাপন বলেন, বিশ্বকাপের জন্য আমরা আলাদা একটি দল করেছি। আমরা প্রতিটা স্থানের জন্য একটি রিজার্ভ স্কোয়াড তৈরি করেছি। এটা গতকাল করা হয়েছে। এখন আমাদের যে স্কোয়াড আছে সেটি মূলত মোস্তাফিজ, রুবেল, সাইফুদ্দিন এবং মাশরাফি এই চার জন পেসারকে নিয়ে। অতিরিক্ত হিসেবে আছে রাহি।
পাপন আরো বলেন, কেউ ইঞ্জুরিতে পড়লে আমরা পেস বোলিংয়ের রিজার্ভ হিসেবে রেখেছি তাসকিনকে। ওপেনিংয়ে আমরা রেখেছি ইমরুলকে। মিডেল অর্ডার থেকে শুরু করে প্রতিটা জায়গার জন্য খেলোয়াড় নিয়ে একটি তালিকা করেছি। কারণ ইঞ্জুরির কথাতো আর বলা যায় না।