আগামী ৫ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামবে টাইগাররা। এই টেস্টের পরে শুরু হবে জিম্বাবুয়ে, আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যকার টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজ। আর এই সিরিজে থাকছেন না বাংলাদেশ দলের সেরা ওপেনার তামিম ইকবাল। দীর্ঘদিন বাজে পারফরম্যান্স দিয়ে যাওয়ার কারণে ছুটিতে আছেন তামিম ইকবাল। দেশ সেরা এই ওপেনারের বিকল্প হিসেবে কাকে খেলানো এই নিয়ে চলছিলো এতোদিন নানা জল্পনা -কল্পনা।
তামিম ইকবালের বিকল্প হিসেবে উঠে এসেছিলো বেশ কয়েকজনের নাম। তার মধ্যে ইমরুল কায়েস, জহুরুল ইসলাম ও এনামুল হক বিজয়ের নামও ছিলো। অন্যদিকে তরুণ ক্রিকেটারদের মধ্যে ছিলো সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্তের নাম।
তামিমের বিকল্প হওয়ার দৌড়ে সিনিয়র ক্রিকেটারদের থেকে বেশ জোরালো নাম ছিলো তরুণ ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত ও সাইফ হাসানের নাম। সম্প্রতি শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে বেশ দূর্দান্ত পারফর্ম করছে এই দুই তরুণ ক্রিকেটার। শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে বাংলাদেশ ইমার্জিং দলকে সামনে থেকে লীড দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। তার দায়িত্বশীল অধিনায়কত্ব এবং পারফরম্যান্স নজর কেড়েছে বিসিবির।
আগামীকাল ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষের টেস্টকে সামনে রেখে দল ঘোষণা করবে বিসিবি। আর এই দলে সাদমান ইসলামের সঙ্গে তামিম ইকবালের বিকল্প হিসেবে দেখা যাবে নাজমুল হোসেন শান্তকে। শান্তকে ইতিমধ্যে বিবেচনা করেছে বিসিবি। ব্যাপারটি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
এ ব্যাপারে নান্নু বলেন, এইচপিতে কয়েকজন খুব ভালো ক্রিকেট খেলেছে। শান্তও বেশ ভালো খেলেছে। এটাতো আমাদের মাথায় আছে। এটা নিয়ে আমরা আলোচনায় বসেছি। কোচের সাথে, টিম ম্যানেজমেন্টের সাথে কেমন দল চাই এটা নিয়েও আলোচনা হয়েছে।
শান্তকে তামিমের বিকল্প হিসেবে খেলানোর কথা উল্লেখ করে নান্নু বলেন, কিছু খেলোয়াড়ের ওপর সবসময় চোখ থাকেই। শান্তকে কিন্তু আমাদের তাৎক্ষণিক বিকল্প হিসেবে আমরা চিন্তা করছিলাম। সে আগেও খেলেছে কিন্তু আশানুরূপ করতে পারেনি। কিন্তু সে এই সিরিজটাকে সে ভালো খেলেছে এবং ভারতেও বেশ ভালো খেলে এসেছে। ওইভাবে চিন্তা করলে ওর ব্যাপারে আমি বেশ সন্তষ্ট। কিছু খেলোয়াড় আমাদের সন্তষ্ট করেছে।