বাংলাদেশ সময় শুক্রবার বিকাল ৬টায় উরুগুয়ে বনাম মিশরের খেলায় ১-০ গোলে জয়লাভ করলো উরুগুয়ে।
জোসে মারিয়া জিমেঞ্জ হেড দিয়ে গোল করলেন ৮৯ তম মিনিটে,জয়ের মুখ দেখলো উরুগুয়ে।সেই সাথে ৩টি পয়েন্ট যোগ হলো তাদের গ্রুপে।
তবে মিশরীয়রা খুব ভাল প্রতিদন্দিতা করেছে।কোচ হেকটর কাপার সালাহ কে খেলতে নামান নি। লিভারপুল তারকা মোহাম্মদ সালাহকে ছাড়াই খেলছে মিশর।
অবশেষে উরুগুয়ে ১-০ গোলে জয় পেয়েছে এবং গ্রুপে তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্জন করেছে।তবে উরুগুয়ে তাদের সেরা পারফরম্যান্সের কাছাকাছি ছিলো নাএবং লুইস সুয়ারেজ ভালো খেলতে পারেননি,তিনি অনেক গুলো মূল্যবান গোল হবার সম্ভাবনা নষ্ট করেছেন।