এ্যালিক্সিস সানচেজ আরসেনালকে বিদায় জানিয়ে যাত্রা শুরু করলেন ম্যানচেষ্টার ইউনাইটেডের পথে। নাটকীয়তার সাথে সমাপ্তি ঘটতে যাচ্ছে এই ট্রান্সফারটির।
শোনা যায়, সানচেজ দলের সাথে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে খেলার উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছিলেন। এরই মাঝে গত শুক্রবার রাত ১১ টার আগে সানচেজ একটি ফোন কল পাওয়ার পরে দলকে বিদায় জানিয়ে, হোটেল ত্যাগ করলেন।
খেলোয়াড় ও নগদ অর্থের অদল-বদল ঘটে এই ট্রান্সফারটিতে। ম্যানচেষ্টার ইউনাইটেডের কাছে হেনরিখ ও ১০ মিলিয়ন ইউরোর চাহিদা ছিলো আর্সেনাল টিমের। সেই চাহিদা পূরণ করে এ্যালিক্সিস সানচেজ কে দলে নিয়ে নিলো ইউনাইটেড। হেনরিখও নিজের দল কে বিদায় জানিয়ে যোগদান করলো আর্সেনালে।
এদিকে আর্সেনাল ফরয়ার্ড ড্যানি ভ্যালেক পেশীতে আঘাত প্রাপ্ত হওয়ায় শনিবারের ক্রিস্টাল প্যালসের বিপক্ষের খেলাটি খেলতে পারছেন না।