ম্যানচেস্টার সিটিকে টক্কর দিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড এলেক্সিস সানচেজকে দলে নিলে তা হবে “অবিশ্বাস্য” ট্রান্সফার বিজনেস– এমনটাই মনে করেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড এর তারকা ড্যানি হিগিবোথাম।
ম্যানচেস্টার ইউনাইটেড সানচেজকে ম্যানচেস্টার সিটির চেয়ে বেশি অর্থ দিতে প্রস্তুত বলে জানা যায়।
তবে আর্সেনালের আর্সেন ওয়েঙ্গার শুক্রবার বলেছেন যে সানচেজ এর পরিবর্তে নতুন খেলোয়াড় আনা ছাড়া জানুয়ারিতে তাকে ছাড়বে না আরসেনাল।
ড্যানি হিগিবোথাম এই সম্পর্কে বলেন “আমি মনে করি যে দলই তাকে পাবে সেটি একটি শক্তিশালী দলে পরিণত হবে”
ম্যানচেস্টার ইউনাইটেড এবং ম্যানচেস্টার সিটি এর এই বিশাল প্রতিদ্বন্দ্বীতার ফলাফল তাদের মধ্যকার “রাইভালরি” আরো বাড়াবে।