আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের হয়ে স্পিন বিভাগ সামলাবেন মেহেদী হাসান মিরাজ এবং সাকিব আল হাসান। তবে মেহেদী হাসান মিরাজ এর এটিই প্রথম বিশ্বকাপ তাই চ্যালেঞ্জটা একটু বেশী হয়ে দাঁড়িয়েছে। সাকিব আল হাসান তার চতুর্থ বিশ্বকাপ খেলতে যাচ্ছে। বিশ্বকাপ সম্পর্কে তার অভিজ্ঞতা আছে।
সাকিবের বিশ্বকাপ সমীকরণ দেখলেই বুঝা যাবে সেটা। ২১ ম্যাচ খেলে নিয়েছেন ২৩ টি উইকেট। তবে এবার চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে ইংল্যান্ডের মাঠ। ইংল্যান্ডের উইকেট অনেকভাগ ব্যাটসম্যানদের পক্ষে থাকবে। এজন্য সাকিব, মিরাজদের জন্য একটু হলেও সমস্যার সৃষ্টি হতে পারে।
এই ব্যাপারে পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম বলেন, বাংলাদেশ দলে কোনো রিষ্ট স্পিনার নেই। তারা ভরসা রেখেছে ফিঙ্গার স্পিনারের উপর। বিশ্বকাপ এবার ইংল্যান্ডের মাটিতে হওয়ায় পেসারের উপর বেশি গুরুত্ব দিয়েছে তারা। কিন্তু বিগত বছরগুলোতে দেখলে দেখা যায় তাদের শক্তির জায়গা ছিলো কোয়ালিটি স্পিন।
ওয়াসিম আরো বলেন, সাকিব এবং মিরাজ দুইজনেই আঁটসাঁট বোলিং করে থাকেন। কিন্তু উইকেট তুলে নেওয়ার সামর্থ্য কতটুকু সেটাই এবার দেখার বিষয়।