সিপিএলে নিজের দ্বিতীয় ম্যাচে আজ সেন্ট লুসিয়ার বিপক্ষে মাঠে নেমেছে সাকিবের বার্বাডোজ ট্রাইডেন্টস।
প্লে অফ নিশ্চিত করতে আজকের ম্যাচে জয় ভিন্ন কিছু ছিলো না বার্বাডোজের সামনে৷ এর আগে গতকাল সাকিবের দূর্দান্ত পারফরম্যান্সের সেন্ট কিটসের বিপক্ষে মাত্র ১ রানের নাটকীয় হার বরণ করে বার্বাডোজ।
আজকের ম্যাচে প্রথমে ব্যাটিং করে সেন্ট লুসিয়াকে ১৪১ রানের টার্গেট দেয় সাকিবরা। ব্যাটিংয়ে তিন নম্বরে নামেন সাকিব। আজকের ম্যাচে ব্যাট হাতে তেমন সুবিধা করতে পারেননি বিশ্বসেরা এই অলরাউন্ডার৷ ২১ বল খেলে ২২ রান করেছেন সাকিব। সাকিবের ব্যাট থেকে আসে দুটি চারের মার।
ব্যাট হাতে জ্বলে উঠতে না পারলে বল হাতে বরাবরের মতোই উজ্জ্বল সাকিব। ৫.০০ ইকোনমি রেটে ৪ ওভার বোলিং করে ২০ রান দিয়েছেন সাকিব তুলে নিয়েছেন ১ টি উইকেট৷ সাকিবদের জন্য ভয়ংকর হয়ে উঠা সেন্ট লুসিয়ার তারকা খেলোয়াড় ইনগ্রামকে সাঝঘরে ফিরান সাকিব। সাকিবের ওভারে সাকিবের হাতেই ক্যাচ তুলে আউট হয়ে যান ইনগ্রাম।
সেন্ট লুসিয়াকে ১১৭ রানে অলআউট করে দেয় বার্বাডোজ ট্রাইডেন্স। ফলে ২৪ রানের জয় নিয়ে প্লে অফ নিশ্চিত করে সাকিবরা।