বিশ্বকাপে এবারের সেরা অলরাউন্ডার নিঃসন্দেহে সাকিব আল হাসান। চোখ বন্ধ করে যে কেউ বলতে পারবে এই কথা। সমিকরণই বলে দিবে সাকিব কেনো বিশ্বসেরা অলরাউন্ডার এবং চলতি বিশ্বকাপের সেরা অলরাউন্ডার। কিন্তু সেই জায়গায় অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ব্রাড হগ বললেন পুরো উল্টো কথা। এমনকি তার কথা শুনে যে কারো হাসি আসতে পারে।
ব্রাড হগ তার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লিখেন, চলতি বিশ্বকাপের সেরা অলরাউন্ডার ভারতের হার্দিক পান্ডিয়া। তার এই অদ্ভুত কথার জন্য তাকে পড়তে হয়েছে সমালোচনার মুখে। এমনকি ভারতীয় ভক্তরাই তাকে রীতিমতো তুলোধুনো করছে।
টুইটারে একজন তার টুইটের উত্তর দিয়ে বলেন, আমি একজন ভারতীয় এবং আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে, সাকিব এই বিশ্বকাপের সেরা অলরাউন্ডার এবং আন্তর্জাতিক ক্রিকেটে ওয়াটসনের সাথে যৌথ ভাবে সেরা।
অন্য একজন লিখেন, স্টোকস এবং সাকিব ভালো আপনি কোন হিসেবে পান্ডিয়াকে সেরা বললেন সেটা আমার মাথায় ধরলো না।
ভারতীয়দের দাবি পান্ডিয়া অলরাউন্ডার এর মতো এখন পর্যন্ত কিছুই করতে পারেননি।